

দেশের সব সরকারি স্কুল এবং মহানগর ও জেলা-উপজেলা সদরের বেসরকারি স্কুলগুলোর প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত নতুন শিক্ষার্থী ভর্তির অনলাইন আবেদন শুরু হয়েছে।
আজ রবিবার (৩০ নভেম্বর) থেকে শুরু হওয়া এই আবেদন প্রক্রিয়া চলবে ৫ ডিসেম্বর পর্যন্ত। এরপর ১১ ডিসেম্বর কেন্দ্রীয় লটারির মাধ্যমে চূড়ান্তভাবে শিক্ষার্থী বাছাই করা হবে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মাধ্যমিক শাখার পরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন।
মাউশির তথ্য অনুযায়ী, ৪,০৪৮টি বিদ্যালয়ে এবার ভর্তি প্রক্রিয়া পরিচালিত হবে। এর মধ্যে ৩,৩৬০টি বেসরকারি বিদ্যালয় যার আসন ১০,৭২,২৫১টি এবং ৬৮৮টি সরকারি স্কুল, আসন ১,২১,০৩০টি। এতে মোট আসন সংখ্যা দাঁড়িয়েছে ১১,৯৩,২৮১টি।
এবারের ভর্তি আবেদনে কিছু পরিবর্তন আনা হয়েছে। আবেদন করতে হবে অনলাইনে—
ওয়েবসাইট: gsa.teletalk.com.bd এবং আবেদন ফি: ১০০ টাকা, যা জমা দিতে হবে টেলিটক প্রি-পেইড নম্বর থেকে এসএমএস-এর মাধ্যমে।
এর জন্যে, প্রথম এসএমএস: GSA <Space> User ID
পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। ফিরতি এসএমএস হিসেবে
শিক্ষার্থীর নাম ও একটি PIN নম্বর আসবে। দ্বিতীয় এসএমএসে
এই পিন ব্যবহার করে ফি নিশ্চিত করতে হবে।
এর জন্য শিক্ষার্থীর রঙিন ছবি (৩০০×৩০০ পিক্সেল, JPEG ফরম্যাট), প্রয়োজনে কোটা নির্বাচন, আবেদন জমা হলে ইউজার আইডি সংরক্ষণ করতে হবে—পরবর্তী ধাপের জন্য এটি প্রয়োজন হবে।
ভর্তি সংক্রান্ত যেকোনো নির্দেশনা, সময়সূচি ও আপডেট পাওয়া যাবে মাউশির ওয়েবসাইটে:
dshe.gov.bd