/
/
দুর্দান্ত জয়ে সিরিজ জিতলো বাংলাদেশ
দুর্দান্ত জয়ে সিরিজ জিতলো বাংলাদেশ
Byলাল সবুজ প্রকাশ
Published২ ডিসেম্বর, ২০২৫
৪:৫১ অপরাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

Untitled-1-870x576-1

আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় ম্যাচে ৮ উইকেটের জয় লাভ করে বাংলাদেশ। এরই মাধ্যমে সিরিজ নিজেদের করে নিতে সক্ষম হয় টাইগাররা।

আজ মঙ্গলবার চট্টগ্রামে অনুষ্ঠিত হওয়া তৃতীয় ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে ১১৭ রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ডের ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করেন পল স্টার্লিং। এবং বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট করে তুলে নেন মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন।
১১৮ রানের টার্গেটে ব্যাটিং এ নেমে তানজিদ হাসান তামিমের ৩৬ বলে দুর্দান্ত ৫৫ রানের ইনিংস ও পারভেজ হাসান ইমনের ৩৩ রানে ভর করে ৮ উইকেটের সহজ জয় তুলে নেয় বাংলাদেশ।
এ জয়ের মাধ্যমে ২-১ ব্যবধানে সিরিজ জয় লাভ করে বাংলাদেশ। প্রথম ম্যাচ হেরে টানা দুই ম্যাচে জয় লাভ করে বাংলাদেশ৷