

আগামী বছর ফেব্রুয়ারিতে শুরু হচ্ছে টি–টোয়েন্টি বিশ্বকাপ। এর আগে শেষ আন্তর্জাতিক প্রস্তুতিটা সেরে নিতে মাঠে নেমেছে বাংলাদেশ দল।
আজ মঙ্গলবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি–টোয়েন্টি ম্যাচটি শুরু হয় দুপুর ২টায়। প্রথম ম্যাচে হেরে এবং সর্বশেষ ম্যাচে জয়লাভ করে সিরিজ এখন ১–১ সমতায়। প্রথমে ব্যাটিং এ নেমে ১১৭ রানে গুড়িয়ে যায় আয়ারল্যান্ড। সর্বশেষ বাংলাদেশের সংগ্রহ ৬ ওভার ২ বপ্ল শেষে ২ উইকেট হারিয়ে ৫০ রান।
আজকে এই সিরিজ নির্ধারণী ম্যাচে সেরা একাদশ নিয়েই নেমেছে বাংলাদেশ। ব্যক্তিগত ২০ রান নিয়ে অপরাজিত রয়েছে তানজিদ হাসান, অপর খেলোয়াড় হিসেবে রয়েছে পারভেজ হাসান ইমন।