/
/
/
শীঘ্রই বাংলাদেশে ‘পেপাল’ চালুর ইঙ্গিত গভর্নরের
শীঘ্রই বাংলাদেশে 'পেপাল' চালুর ইঙ্গিত গভর্নরের
Byলাল সবুজ প্রকাশ
Published৩ ডিসেম্বর, ২০২৫
২:১৭ অপরাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

PayPal

বাংলাদেশে ফ্রিলান্সারসহ অন্যান্য উদ্যোক্তারাও পেপাল সুবিধা চালু করার দাবি জানিয়ে আসছে দীর্ঘদিন থেকে। কয়েক বছর থেকেই পেপাল চালু করার কথা শোনা যাচ্ছে, তবে এখনও চালু করতে পারেনি বিভিন্ন কারণে। তবে দ্রুতই এ সেবা চালু করার ব্যবস্থা গ্রহনের কথা শোনা যাচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহ্সান এইচ মনসুর জানিয়েছেন, গ্লোবাল পেমেন্ট সার্ভিস পেপাল খুব শিগগিরই বাংলাদেশে কার্যক্রম শুরু করতে চায়, এটি ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে যুক্ত করতে বড় ভূমিকা রাখবে।

গতকাল মঙ্গলবার (২ ডিসেম্বর) ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও চ্যানেল আই আয়োজিত ‘অ্যাগ্রো অ্যাওয়ার্ড ২০২৫’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

গভর্নর বলেন, আন্তর্জাতিক ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম পেপাল বাংলাদেশে ব্যবসা করতে আগ্রহী। পেপাল চালু হলে দেশের ক্ষুদ্র উদ্যোক্তারা সহজে আন্তর্জাতিক বাজারে পণ্য বিক্রি করতে পারবেন এবং তাদের পেমেন্টও দ্রুত গ্রহণ করতে পারবেন। তিনি জানান, ছোট উদ্যোক্তারা ব্যাংকের এলসি প্রক্রিয়া অনুসরণ করে ছোট চালান পাঠাতে পারেন না। তবে এই নতুন আন্তর্জাতিক পেমেন্ট প্ল্যাটফর্মের মাধ্যমে তারা ইউরোপ ও আমেরিকাসহ বিভিন্ন দেশে সহজে পণ্য পাঠাতে পারবেন।

তিনি আরও বলেন, বর্তমানে এমন প্ল্যাটফর্ম না থাকায় আউটসোর্সিং খাতের অনেকেই আন্তর্জাতিক বাজার থেকে পেমেন্ট পেতে সমস্যায় পড়েন। অনেক ক্ষেত্রে তারা কোনো পেমেন্টই পান না।

নগদ লেনদেন বিষয়ে গভর্নর বলেন, দেশে দুর্নীতির মূল জায়গা হলো নগদ লেনদেন। বর্তমানে বছরে প্রায় ২০ হাজার কোটি টাকা নগদ লেনদেন ব্যবস্থাপনায় খরচ হয়। তিনি বলেন, ‘আমরা ধীরে ধীরে নগদ লেনদেন কমাতে চাই।’

উল্লেখ্য, পেপাল একটি বিশ্বব্যাপী ডিজিটাল পেমেন্ট সেবা, যার মাধ্যমে ব্যবহারকারীরা অনলাইনে টাকা পাঠানো-গ্রহণ, বিল পরিশোধ এবং আন্তর্জাতিক কেনাকাটা করতে পারেন। ব্যবহারকারীর ব্যাংক বা কার্ডের সঙ্গে নিরাপদভাবে যুক্ত হয়ে এটি দ্রুত লেনদেন সম্পন্ন করে। পাশাপাশি এতে ক্রেতা-বিক্রেতার সুরক্ষা এবং রিফান্ড সুবিধাও রয়েছে। বর্তমানে ফ্রিল্যান্সিং, অনলাইন ব্যবসা এবং আন্তর্জাতিক পেমেন্ট ব্যবস্থায় বিশ্বের ২০০টিরও বেশি দেশে পেপাল ব্যবহৃত হচ্ছে।