/
/
/
আজ রোকেয়া দিবস
আজ রোকেয়া দিবস
Byলাল সবুজ প্রকাশ
Published৯ ডিসেম্বর, ২০২৫
১১:৩৩ পূর্বাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

rokeya

রোকেয়া সাখাওয়াত হোসেন বাংলার নারীদের অধিকার আদায়ের সবচেয়ে বড় পথিকৃৎ। তিনি নারী জাগরণ ও নারী অধিকার আন্দোলনের অগ্রদূত।

আজ ৯ ডিসেম্বর(মঙ্গলবার), এই দিনটি পালিত হয় রোকেয়া দিবস হিসেবে। রোকেয়া সাখাওয়াত হোসেনের আজ ১৪৫তম জন্ম ও ৯৩তম মৃত্যুবার্ষিকী।

উত্তরবঙ্গের রংপুরের পায়রাবন্দে জন্মেছিলেন এই মহীয়সী বাঙালি নারী। তাঁর জন্ম ১৮৮০ সালের ৯ ডিসেম্বর। ৯ ডিসেম্বর ১৯৩২ সালে মৃত্যুবরণ করে নারী জাগরণের অগ্রদূত রোকেয়া। তিনি কলকাতায় মৃত্যু বরণ করেন। প্রতিবছর ৯ ডিসেম্বর পালিত হয় রোকেয়া দিবস।
রোকেয়া দিবস উপলক্ষে সারা দেশে পালিত হয় নানা আয়োজন। প্রতিবছর ঘোষণা করা হয় রোকেয়া পদকও। এ বছর রোকেয়া পদক পেয়েছে ৪ নারী। রাজধানীর ওসমানী মিলনায়তনে তাদের রোকেয়া পদক তুলে দেয়া হয়।
এ বছর রোকেয়া দিবস উপলক্ষে বাণী দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ‘নারীমুক্তি ও মানবাধিকার নিয়ে ব্যাপক সামাজিক আন্দোলন এর মধ্য দিয়ে নারী সমাজকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসে ছিলেন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন।’