

রোকেয়া সাখাওয়াত হোসেন বাংলার নারীদের অধিকার আদায়ের সবচেয়ে বড় পথিকৃৎ। তিনি নারী জাগরণ ও নারী অধিকার আন্দোলনের অগ্রদূত।
আজ ৯ ডিসেম্বর(মঙ্গলবার), এই দিনটি পালিত হয় রোকেয়া দিবস হিসেবে। রোকেয়া সাখাওয়াত হোসেনের আজ ১৪৫তম জন্ম ও ৯৩তম মৃত্যুবার্ষিকী।
উত্তরবঙ্গের রংপুরের পায়রাবন্দে জন্মেছিলেন এই মহীয়সী বাঙালি নারী। তাঁর জন্ম ১৮৮০ সালের ৯ ডিসেম্বর। ৯ ডিসেম্বর ১৯৩২ সালে মৃত্যুবরণ করে নারী জাগরণের অগ্রদূত রোকেয়া। তিনি কলকাতায় মৃত্যু বরণ করেন। প্রতিবছর ৯ ডিসেম্বর পালিত হয় রোকেয়া দিবস।
রোকেয়া দিবস উপলক্ষে সারা দেশে পালিত হয় নানা আয়োজন। প্রতিবছর ঘোষণা করা হয় রোকেয়া পদকও। এ বছর রোকেয়া পদক পেয়েছে ৪ নারী। রাজধানীর ওসমানী মিলনায়তনে তাদের রোকেয়া পদক তুলে দেয়া হয়।
এ বছর রোকেয়া দিবস উপলক্ষে বাণী দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ‘নারীমুক্তি ও মানবাধিকার নিয়ে ব্যাপক সামাজিক আন্দোলন এর মধ্য দিয়ে নারী সমাজকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসে ছিলেন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন।’