/
/
এটিইও পদের লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা
এটিইও পদের লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা
Byলাল সবুজ প্রকাশ
Published৯ ডিসেম্বর, ২০২৫
৫:২৬ অপরাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

পিএসসি বিডি

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ‘’সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার-এটিইও(১০ম গ্রেড) পদের প্রার্থীদের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।আগামী বছরের ৭ জানুয়ারি ঢাকার দুইটি কেন্দ্রে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
গতকাল সোমবার(৮ ডিসেম্বর) লিখিত পরীক্ষার বিস্তারিত প্রকাশ করা হয় বাংলাদেশ কর্ম কমিশনের ওয়েবসাইটে। এদিন বেলা ১২ টা থেকে ৪ টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে দুটি কেন্দ্রে।

রেজিষ্ট্রেশন নম্বর ০০০০৮৫-৭০৯৫৭৫ পর্যন্ত সুযোগপ্রাপ্তদের হবে রাজধানীর আগারগাঁও তালতলা সরকারি কলোনি উচ্চবিদ্যালয় ও কলেজে। এবং ৭০৯৫৯৪-৮০৮৯৫০ রেজিষ্ট্রেশন নম্বরধারীদের হবে আগারগাঁও এর বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের মাল্টিপারপাস হলে।