/
/
ইউরোপের বিভিন্ন দেশে মাসিক ভাতাসহ বিনামূল্যে স্নাতকোত্তরের সুযোগ
ইউরোপের বিভিন্ন দেশে মাসিক ভাতাসহ বিনামূল্যে স্নাতকোত্তরের সুযোগ
Byলাল সবুজ প্রকাশ
Published১৩ ডিসেম্বর, ২০২৫
১১:০৮ পূর্বাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

erasmus

ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ হচ্ছে ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ ও জনপ্রিয় স্কলারশিপের অন্যতম। বিনামূল্যে পড়ার সুযোগের এই স্কলারশিপ বাংলাদেশসহ বিশ্বের প্রায় সকল দেশেই এর চাহিদা ও জনপ্রিয়তা ভিন্নরকমের৷ প্রতিবছর পৃথিবীর বিভিন্ন দেশের শত শত শিক্ষার্থীরা মাস্টার্স ও জয়েন মাস্টার্সের জন্য পাড়ি জমায় ইউরোপে এই স্কলারশিপ নিয়ে। ইরাসমাস মুন্ডাস স্কলারশিপের নানা প্রোগ্রামে স্নাতকোত্তর করার সুযোগ সৃষ্টি হয়।

শিক্ষার্থীরা এবার প্ল্যান্ট হেলথ প্রোগ্রামের স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ পাবে এই স্কলারশিপের আওতায়। এর অর্থায়ন করবে ইউরোপীয় ইউনিয়ন। নির্বাচিত শিক্ষার্থীরা উদ্ভিদ স্বাস্থ্য ও ফসল সুরক্ষা সম্পর্কে পড়ার ও শেখার সুযোগ পাবে যার মেয়াদ থাকবে দুইবছর এবং ৪ টি সেমিস্টারে তা শেষ হবে। আবেদনের শেষ সময় হিসেবে উল্লেখ করা হয়েছে এ বছরের ৩১ ডিসেম্বর। বাংলাদেশ থেকে বহু শিক্ষার্থীরা ইরাসমাস মুন্ডাসের বিভিন্ন প্রোগ্রামে আবেদন করে এবং প্রতিবছর বহু শিক্ষার্থীরা এ সুযোগ লুফে নিয়ে পড়তে যায় এই মর্যাদা সম্পন্ন স্কলারশিপ নিয়ে ইউরোপের উচ্চ র‍্যাংকিং সম্পন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে। এবারে এ সুযোগ স্পেন, ফ্রান্স, জার্মানি ও ইতালির ৪ টি বিশ্ববিদ্যালয়ে।

এ স্কলারশিপের সুযোগ সুবিধা হিসেবে থাকবে-

শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে পড়ার সুযোগ অর্থাৎ টিউশন ফি মওকুফ; ভ্রমণ, ভিসা, ইন্সটলেশন ও জীবিকা নির্বাহে মাসে ১ হাজার ৪০০ ইউরো দেয়া হবে।

দুইবছরের এই কোর্সে রয়েছে ভিন্নতাও, ইংরেজিতে করতে হবে কোর্স এবং প্রথম বর্ষে এক দেশে এবং দ্বিতীয় বর্ষ অন্যদেশে যাওয়ার সুযোগ থাকবে।

আবেদন করতে পারবে যে কোনো দেশের শিক্ষার্থীরা। এক্ষেত্রে শিক্ষার্থীদের কৃষিবিদ্যা, কৃষিবিজ্ঞান বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক করা থাকতে হবে। এছাড়াও বিএসসি শেষ বর্ষেও শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।

আবেদন করতে হবে অনলাইনে। আবেদনের বিস্তারিত প্রক্রিয়া ও অন্যান্য বিষয়ে জানতে ক্লিক করতে হবে এখানে