
জিএসটি গুচ্ছভুক্ত দেশের ১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার আবেদন কার্যক্রম আজ বুধবার (২৪ ডিসেম্বর) শেষ হচ্ছে। একই সঙ্গে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ভর্তির আবেদনও আজ শেষ হচ্ছে। ফলে মোট ২০টি বিশ্ববিদ্যালয়ে আবেদনের শেষ সুযোগ পাচ্ছেন ভর্তিচ্ছুরা।
গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি সূত্রে জানা যায়, গত সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা পর্যন্ত মোট ১ লাখ ৭৮ হাজার ১৬০ জন শিক্ষার্থী আবেদন করেছেন। যার মধ্যে ‘এ’ ইউনিটে ১ লাখ ০৬ হাজার ৫৩৮, ‘বি’ ইউনিটে ৫৭ হাজার ৪৫৭ এবং ‘সি’ ইউনিটে ১৪ হাজার ৮৬৫ জন শিক্ষার্থী আবেদন করেন।
২০২৫–২৬ শিক্ষাবর্ষের জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু হবে ২৭ মার্চ ‘সি’ ইউনিটের মাধ্যমে। এরপর ৩ এপ্রিল ‘বি’ ইউনিট এবং ১০ এপ্রিল ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এদিকে হাবিপ্রবিতে চারটি ইউনিটে মোট ১ হাজার ৭৯৫টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৬ থেকে ২৮ জানুয়ারি। আবেদন ফি প্রতি ইউনিটে ১ হাজার টাকা এবং আর্কিটেকচার বিভাগে অতিরিক্ত ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।