/
/
সাংবাদিকদের ফেলোশিপ দিচ্ছে যুক্তরাষ্ট্র, দ্রুত করে ফেলো আবেদন
সাংবাদিকদের ফেলোশিপ দিচ্ছে যুক্তরাষ্ট্র, দ্রুত করে ফেলো আবেদন
Byলাল সবুজ প্রকাশ
Published২৭ ডিসেম্বর, ২০২৫
৩:০২ অপরাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

Copy of Copy of Copy of Bold Modern Travel Vlog Video YouTube Thumbnail (1)

যুক্তরাষ্ট্রে সাংবাদিকদের জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও সম্পূর্ণ অর্থায়িত মর্যাদাপূর্ণ ফেলোশিপের সুযোগ দিচ্ছে ওয়ার্ল্ড প্রেস ইনস্টিটিউট (ডব্লিউপিআই)। ওয়ার্ল্ড প্রেস ইনস্টিটিউট ফেলোশিপ ২০২৬’র জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের অভিজ্ঞ সাংবাদিকরা গণমাধ্যমে নেতৃত্ব, পেশাদারিত্ব এবং নৈতিক সাংবাদিকতার দক্ষতা উন্নয়নের সুযোগ পাবে। এ ফেলোশিপে আবেদনের শেষ সময় আগামী ১৫ ফেব্রুয়ারি ২০২৬।

গত শতকে ১৯৬১ সালে সাংবাদিকতার সঠিক অনুশীলন ও নৈতিকতা প্রতিষ্ঠার লক্ষ্যে ওয়ার্ল্ড প্রেস ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশ থেকে শত শত সাংবাদিক এই ফেলোশিপে অংশ নিয়েছেন। প্রতি বছর সারা বিশ্ব থেকে বাছাই করা প্রায় ৯–১০ জন পেশাদার সাংবাদিককে যুক্তরাষ্ট্রে আমন্ত্রণ জানানো হয়, যেখানে তারা দেশটির রাজনীতি, ব্যবসা, গণমাধ্যম ও সামাজিক ব্যবস্থার ওপর প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জনের সুযোগ পায়।

আবেদনের যোগ্যতা

এই ফেলোশিপে আবেদনের জন্য প্রার্থীকে যেকোনো দেশের নাগরিক হতে হবে। প্রিন্ট, ব্রডকাস্ট বা অনলাইন সাংবাদিকতায় কমপক্ষে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনকারীকে বর্তমানে যুক্তরাষ্ট্রের বাইরে কর্মরত নন-ইউএস সাংবাদিক হতে হবে এবং ইংরেজি ভাষায় কথা বলা ও লেখায় দক্ষতা থাকতে হবে। পাশাপাশি ফেলোশিপ শেষে নিজ দেশে ফিরে যাওয়ার অঙ্গীকার করতে হবে।

সুযোগ-সুবিধা

নির্বাচিত ফেলোরা যুক্তরাষ্ট্রে যাতায়াতের রাউন্ড-ট্রিপ বিমানভাড়া, দেশটির অভ্যন্তরীণ ভ্রমণ ব্যয়, সম্পূর্ণ আবাসন সুবিধা ও খাদ্য ভাতা পাবেন। এছাড়া আন্তর্জাতিক মানের ফেলোশিপ সার্টিফিকেট ও পেশাগত স্বীকৃতি প্রদান করা হবে।

আবেদনপত্রের সঙ্গে যা লাগবে

আবেদনকারীদের একটি সাম্প্রতিক ছবি, তিনটি কাজের নমুনা (ইংরেজিতে বা ইংরেজি অনুবাদসহ) এবং তিনটি রেফারেন্স লেটার জমা দিতে হবে।

আবেদন প্রক্রিয়া

ফেলোশিপে আবেদন করতে হবে অনলাইনে। আবেদনপদ্ধতি ও বিস্তারিত তথ্য জানতে নির্ধারিত ওয়েবসাইটে ভিজিট করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬