

মালয়েশিয়ার কুয়ালালামপুরে ইউনিভার্সিটি অব মালয়ায় অনুষ্ঠিত ২৩তম আইইইই স্টুডেন্ট কনফারেন্স অন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (স্কোরেড) ২০২৫-এ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এর সেন্টার ফর কম্পিউটেশনাল অ্যান্ড ডাটা সায়েন্সেস (সিসিডিএস)।
আন্তর্জাতিক এই সম্মেলনে সিসিডিএস একসঙ্গে বেস্ট পেপার অ্যাওয়ার্ড ও বেস্ট প্রেজেন্টার অ্যাওয়ার্ড অর্জন করে বাংলাদেশের জন্য গৌরব বয়ে এনেছে।
‘ইফেক্টিভনেস অব ট্রান্সফার লার্নিং অ্যাপ্রোচ ফর লো-রিসোর্স বাংলা ডায়ালেক্ট ট্রান্সলেশন’ শীর্ষক গবেষণাপত্রের জন্য বেস্ট পেপার অ্যাওয়ার্ড প্রদান করা হয়। গবেষণাপত্রটির লেখক সিসিডিএস-এর গবেষক ও আইইউবির কম্পিউটার সায়েন্সে এমএসসি প্রোগ্রামের শিক্ষার্থী দেওয়ান রাকিন আহমেদ রেমাল, সিনথিয়া চৌধুরী, জাহাঙ্গীর হোসেন সেতু এবং নবারুণ হালদার।
এ ছাড়া ‘প্রিলিমিনারি ডিজাইন অব আ কালচারালি টেইলার্ড এআই-ইন্টিগ্রেটেড এমহেলথ অ্যাপ ফর জেস্টেশনাল ডায়াবেটিস অ্যান্ড এক্সেসিভ ওয়েট ম্যানেজমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক গবেষণা উপস্থাপনার জন্য বেস্ট প্রেজেন্টার অ্যাওয়ার্ড অর্জন করেন সিসিডিএস-এর গবেষক ও এমএসসি শিক্ষার্থী ফাইজা ওমর অর্পিতা।
এই দুটি পুরস্কারপ্রাপ্ত গবেষণার যৌথ তত্ত্বাবধানে ছিলেন সিসিডিএস-এর বর্তমান পরিচালক ড. আশরাফুল ইসলাম এবং প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যাপক ড. এম আশরাফুল আমিন।
সম্মেলনে সিসিডিএস-এর পক্ষ থেকে পরিচালক ড. আশরাফুল ইসলাম এবং ইন্ডাস্ট্রি অ্যান্ড পার্টনারশিপ উইং-এর সহ-পরিচালক আসিফ মাহমুদ অংশগ্রহণ করেন। তাদের সঙ্গে কম্পিউটার সায়েন্সে এমএসসি প্রোগ্রামের তিনজন এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চারজন স্নাতক শিক্ষার্থীসহ সিসিডিএস-এর গবেষক দল উপস্থিত ছিলেন।
আন্তর্জাতিক এই সম্মেলনে অংশগ্রহণের সুযোগ করে দেওয়ায় সিসিডিএস কর্তৃপক্ষ আইইউবি প্রশাসন এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রতি প্রশাসনিক ও আর্থিক সহায়তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে।