
ডিজিটাল মার্কেটিং বিষয়ে নতুন অংশগ্রহণকারীদের দক্ষতা বাড়াতে একটি কর্মমুখী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) এবং আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিল (আইসিটিবিপিসি) যৌথভাবে এ কর্মশালার আয়োজন করছে।
‘ওয়ার্কশপ অন বিগেনার টু এডভান্সড ডিজিটাল মার্কেটিং’ শীর্ষক এই প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হবে আগামী ৭ থেকে ১৮ জানুয়ারি ২০২৬। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে কর্মশালাটি। এ আয়োজনের স্থান নির্ধারণ করা হয়েছে রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত বিসিএস ইনোভেশন সেন্টারে।
জানা যায়, এই কর্মশালায় ডিজিটাল মার্কেটিংয়ের মৌলিক ধারণা থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অনলাইন ব্র্যান্ডিং, কনটেন্ট কৌশলসহ আধুনিক ও ব্যবহারিক নানা দিক তুলে ধরা হবে। প্রশিক্ষণটি কর্মমুখী হওয়ায় অংশগ্রহণকারীরা বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে শেখার সুযোগ পাবেন।
কর্মশালায় অংশ নিতে আগ্রহীদের জন্য রেজিস্ট্রেশনের শেষ তারিখ ৩১ ডিসেম্বর ২০২৫। আগ্রহীরা নির্ধারিত অনলাইন ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করতে পারবে। প্রশিক্ষণসংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য আয়োজকদের দেওয়া যোগাযোগ নম্বরে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে; নাম্বারটি হলো ০১৯৩৮৪৯১১৮৭।
ডিজিটাল দক্ষতা উন্নয়নের মাধ্যমে তরুণ উদ্যোক্তা, শিক্ষার্থী ও পেশাজীবীদের প্রস্তুত করতেই এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করে সংশ্লিষ্টরা।