
কত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত অগ্রগতি যেমন নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছে ঠিক তেমনি সৃষ্টি করছে গুরুতর ঝুঁকির আশঙ্কা। এই বাস্তবতায় এআই থেকে উদ্ভূত সম্ভাব্য বিপদ মোকাবিলায় নতুন একটি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়ার ঘোষণা দিয়েছে ওপেনএআই। প্রতিষ্ঠানটি ‘হেড অব প্রিপেয়ার্ডনেস’ নামে একটি শীর্ষ পর্যায়ের পদে জনবল নিয়োগ দিচ্ছে, যার মূল দায়িত্ব হবে এআই প্রযুক্তি থেকে সৃষ্ট গুরুতর ঝুঁকি, ভুল আগেভাগে শনাক্ত করে তা প্রতিরোধের প্রস্তুতি নেওয়া।
ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ পদের ঘোষণা দেন। সেখানে তিনি স্বীকার করেন, এআই মডেলের দ্রুত উন্নয়ন মানুষের মানসিক স্বাস্থ্য, সাইবার নিরাপত্তা এবং অন্যান্য ক্ষেত্রে “বাস্তব ও গভীর চ্যালেঞ্জ” তৈরি করছে।
দ্যা ভার্জের এক প্রতিবেদনে বলা হয়, ওপেনএআইয়ের প্রকাশিত চাকরির বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘হেড অব প্রিপেয়ার্ডনেস’-এর দায়িত্বের মধ্যে থাকবে ভবিষ্যতের উন্নত এআই সক্ষমতা থেকে উদ্ভূত ঝুঁকি পর্যবেক্ষণ ও তা মোকাবিলার প্রস্তুতি নেওয়া। এই পদে নিয়োজিত ব্যক্তি এআই মডেলের সক্ষমতা মূল্যায়ন, সম্ভাব্য হুমকির বিশ্লেষণ এবং ক্ষতি কমানোর কৌশল নির্ধারণের নেতৃত্ব দেবেন। পাশাপাশি একটি সুসংহত, কার্যকর ও দীর্ঘমেয়াদি নিরাপত্তা কাঠামো গড়ে তোলাও তার দায়িত্বের অন্তর্ভুক্ত থাকবে।
ওপেনএআইয়ের এই নিয়োগ উদ্যোগ এআই নিরাপত্তা ও নৈতিক ব্যবহারের প্রশ্নে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিশ্লেষকদের মতে, এআই প্রযুক্তির বিকাশের সঙ্গে সঙ্গে সম্ভাব্য ক্ষতির দিকগুলোকে গুরুত্ব দেওয়া এখন সময়ের দাবি।