/
/
/
বাংলাদেশ ইনোভেশন ফেয়ার আয়োজনের উদ্যোগ, আবেদনের শেষ তারিখ ৩১ ডিসেম্বর
বাংলাদেশ ইনোভেশন ফেয়ার আয়োজনের উদ্যোগ, আবেদনের শেষ তারিখ ৩১ ডিসেম্বর
Byলাল সবুজ প্রকাশ
Published২৯ ডিসেম্বর, ২০২৫
১১:১৪ পূর্বাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

lSp

বাংলাদেশে উদ্ভাবন ও প্রযুক্তিনির্ভর উন্নয়নের ধারাকে আরও গতিশীল করতে আয়োজন করা হচ্ছে বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর (এনএমএসটি) এর বাস্তবায়নে এই ইনোভেশন ফেয়ার অনুষ্ঠিত হবে রাজধানীর আগারগাঁও’র শেরে বাংলা নগরে।

আয়োজকদের তথ্যমতে, বাংলাদেশে উদ্ভাবনী শক্তিকে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরাই এই মেলার মূল লক্ষ্য। এ আয়োজনে উদ্ভাবক, উদ্যোক্তা, বিনিয়োগকারী ও শিল্পপ্রতিষ্ঠানকে একই প্ল্যাটফর্মে যুক্ত করে নতুন ধারণা, প্রযুক্তি ও পণ্যের বিকাশে সহায়ক পরিবেশ সৃষ্টি করা হবে। এই ইনোভেশন ফেয়ারের মাধ্যমে উদ্ভাবন প্রদর্শন, বিনিয়োগকারী ও উদ্ভাবকদের মধ্যে সংযোগ স্থাপন, বাণিজ্যিকীকরণের সুযোগ সৃষ্টি এবং জাতীয় উদ্ভাবনী ইকোসিস্টেমকে শক্তিশালী করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এ মেলায় অংশগ্রহণকারী শ্রেষ্ঠ উদ্ভাবকদের আকর্ষণীয় পুরস্কার, সম্মাননা ও স্বীকৃতি প্রদান করা হবে, যা উদ্ভাবকদের আরও উৎসাহিত করবে বলে আশা করা হচ্ছে।
এ উদ্ভাবনী মেলার অংশ হিসেবে থাকবে প্রদর্শনী (এক্সিবিশন), বিজনেস-টু-বিজনেস (B2B) সেশন, একাডেমিয়া, গবেষক ও উদ্যোক্তাদের মিলনমেলা। এগুলোর পাশাপাশি রয়েছে বিভিন্ন কর্মশালা ও প্রশিক্ষণ কার্যক্রম।

আবেদন সংক্রান্ত তথ্য
ইনোভেশন ফেয়ারে অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ ৩১ ডিসেম্বর ২০২৫। আবেদনসংক্রান্ত বিস্তারিত তথ্য ও নির্দেশনা পাওয়া যাবে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের ওয়েবসাইটে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ইনোভেশন ফেয়ার-সংক্রান্ত যেকোনো বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬ দেশের উদ্ভাবনী সম্ভাবনাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।