/
/
/
গ্যালারিতে খাবার-পানি নিয়ে ঢোকায় ফের নিষেধাজ্ঞা
গ্যালারিতে খাবার-পানি নিয়ে ঢোকায় ফের নিষেধাজ্ঞা
Byলাল সবুজ প্রকাশ
Published২৩ জুলাই, ২০২৫
২:১৪ অপরাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

Untitled design (18)

প্রথম ম্যাচে খাবার ও পানি নিয়ে স্টেডিয়ামে প্রবেশের অনুমতি দিলেও এক ম্যাচ পরই সিদ্ধান্ত বদলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিরাপত্তার কারণ দেখিয়ে দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টিতে গ্যালারিতে খাবার বা পানীয় আনা সম্পূর্ণ নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

বিসিবির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার আন্তর্জাতিক টি-টোয়েন্টি সিরিজের বাকি দুটি ম্যাচ ২২ ও ২৪ জুলাই অনুষ্ঠিত হবে। বিশেষ নিরাপত্তাজনিত কারণে এই দুই ম্যাচে কোনো দর্শক খাবার বা পানীয় নিয়ে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন না।’ একইসঙ্গে বিসিবি দর্শকদের সহযোগিতা কামনা করেছে এবং নিরাপত্তা রক্ষায় নিয়োজিত সরকারি-বেসরকারি সংস্থাগুলোর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে।

এদিকে বুধবার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বিসিবি। আজ দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে কালো ব্যাজ পরে মাঠে নামবে বাংলাদেশ দল। ম্যাচ শুরুর আগে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হবে।

প্রথম ম্যাচ জিতে ইতোমধ্যেই সিরিজে এগিয়ে আছে স্বাগতিকরা। আজ সন্ধ্যা ৬টায় মিরপুরে শুরু হতে যাওয়া ম্যাচে জয় পেলেই পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জয়ের ইতিহাস গড়বে বাংলাদেশ। সিরিজ জয় নিশ্চিত করতে পারলে সেটি বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে উৎসর্গ করবে লাল-সবুজের প্রতিনিধিরা।