/
/
/
মাইলস্টোন স্কুলে ‘নক্ষত্র’ বন্ধুদের চিঠি প্রদর্শনী ১৬ আগস্ট
মাইলস্টোন স্কুলে ‘নক্ষত্র’ বন্ধুদের চিঠি প্রদর্শনী ১৬ আগস্ট
Byকারিমা ইসলাম
Published১৩ আগস্ট, ২০২৫
৮:২৯ অপরাহ্ণ
Karima
কারিমা ইসলাম
কারিমা বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস-এর গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী এবং লাল সবুজ প্রকাশের ফিচার লেখক। সে লেখালেখির মাধ্যমে বৈশ্বিক সমস্যা, বিশেষ করে জলবায়ু পরিবর্তন নিয়ে তরুণদের সচেতন করতে কাজ করে। তার স্বপ্ন লেখার মাধ্যমে বিশ্বব্যাপী তরুণদের সংযুক্ত করে আন্তর্জাতিক পর্যায়ে ইতিবাচক পরিবর্তন আনা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

02

গত ২১ জুলাই রাজধানীর উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মূল ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। ভয়াবহ আগুন এবং ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারায় বেশ কয়েকজন শিক্ষার্থী। তাদের এই অম্লান স্মৃতিকে শ্রদ্ধা জানাতে এবং তাদের অবদানের গল্প সংরক্ষণ করতে মাইলস্টোন স্কুল আয়োজন করেছে “নক্ষত্র বন্ধুদের চিঠি প্রদর্শনী”।

প্রদর্শনীটি অনুষ্ঠিত হবে আগামী ১৬ আগস্ট (শনিবার) বিকেল ৩টায়, পূর্বাচল, সেক্টর ১৫, রোড ৪০২ বি’র চত্বরে। আগ্রহী সকলকে সপরিবারে এই প্রদর্শনীতে আমন্ত্রণ জানানো হয়েছে।

প্রদর্শনীর মূল আকর্ষণ হবে নিহত নক্ষত্র বন্ধুদের উদ্দেশ্যে লেখা চিঠি ও স্মৃতিচারণ, যা তাদের অসাধারণ কৃতিত্ব এবং স্কুলের ইতিহাসে তাদের বিশেষ স্থানকে স্মরণীয় করে তুলবে।