/
/
/
আপনার গোপন তথ্য কারো কাছে ফাঁস হচ্ছে না তো?
আপনার গোপন তথ্য কারো কাছে ফাঁস হচ্ছে না তো?
Byকারিমা ইসলাম
Published১৩ আগস্ট, ২০২৫
৮:৩৪ অপরাহ্ণ
Karima
কারিমা ইসলাম
কারিমা বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস-এর গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী এবং লাল সবুজ প্রকাশের ফিচার লেখক। সে লেখালেখির মাধ্যমে বৈশ্বিক সমস্যা, বিশেষ করে জলবায়ু পরিবর্তন নিয়ে তরুণদের সচেতন করতে কাজ করে। তার স্বপ্ন লেখার মাধ্যমে বিশ্বব্যাপী তরুণদের সংযুক্ত করে আন্তর্জাতিক পর্যায়ে ইতিবাচক পরিবর্তন আনা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

03

বর্তমান যুগ ডিজিটাল যুগ। ডিজিটাল যোগাযোগের এই যুগে বার্তা পাঠানো আর ছবি শেয়ার করাই নয়, বরং এর সঙ্গে আমাদের নিজেদের তথ্যের নিরাপত্তার কথাও ভাবা জরুরি। হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম কিংবা মেসেঞ্জারের মতো অ্যাপগুলো তো সবাই ব্যবহার করে, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এগুলো আসলে কতটা নিরাপদ?

ঠিক এই প্রশ্নের উত্তরেই ‘সিগন্যাল’ এসে দাঁড়িয়েছে নিরাপদ বিকল্প হিসেবে। ‘সিগন্যাল’ একটি ওপেন-সোর্স মেসেজিং অ্যাপ, যার প্রধান আকর্ষণ তার শক্তিশালী ‘এন্ড-টু-এন্ড এনক্রিপশন’, যা নিশ্চিত করে আপনার পাঠানো মেসেজ, কল ও ছবি শুধুমাত্র প্রাপক ও প্রেরকের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। ‘সিগন্যাল’ নিজে বা কোনো তৃতীয় পক্ষ আপনার পাঠানো এই বার্তাগুলো দেখতে পারবে না।

‘সিগন্যাল’ এর আরেকটি বড় সুবিধা হলো এটি সম্পূর্ণ বিজ্ঞাপন মুক্ত এবং এটি ব্যবহারকারীর কোনো ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে না। এটি একটি ‘নন-প্রফিট’ প্ল্যাটফর্ম, যেটি শুধুমাত্র ব্যবহারকারীর নিরাপত্তাকেই অগ্রাধিকার দেয়।

‘সিগন্যাল’ প্রথমে ব্যবহার করতেন মূলত সাংবাদিক এবং মানবাধিকারকর্মীরা, যাঁদের জীবনের নিরাপত্তার জন্য গোপনীয়তা অপরিহার্য। কিন্তু ২০২১ সালে, ফেসবুকের মালিকানাধীন হোয়াটসঅ্যাপের গোপনীয়তা নীতিমালা পরিবর্তনের পর অনেকেই নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে সিগন্যালের দিকে ঝুঁকে পড়েন।

ডিজিটাল সেফটি স্কুলের সাম্প্রতিক রিপোর্ট বলছে, বাংলাদেশে তরুণ ও পেশাজীবীদের মধ্যে ‘সিগন্যাল’ এর জনপ্রিয়তা বাড়ছে।

‘সিগন্যাল’ এর ব্যবহার খুব সহজ। প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন, ফোন নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করুন, এসএমএস কোড ভেরিফাই করুন, আর শুরু করুন সম্পূর্ণ নিরাপদ আলাপ।