

দেশের জনপ্রিয় মানসিক স্বাস্থ্য বিষয়ক অ্যাপ ‘মনের বন্ধু’ শিক্ষার্থীদের জন্য এক দারুণ সুযোগ নিয়ে এসেছে। তরুণ প্রজন্মের কাছ থেকে নতুন ও সৃজনশীল আইডিয়া সংগ্রহের লক্ষ্যে তারা আয়োজন করেছে ‘আইডিয়াথন ১.০’ নামের একটি বিশেষ প্রতিযোগিতা।
প্রতিযোগিতাটি বাংলাদেশের সকল স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত। প্রতি্যোগিতায় অংশগ্রহণের জন্য সকল অংশগ্রহণকারীদেরকে ‘মনের বন্ধু’ অ্যাপের জন্য একটি নতুন ফিচার বা আইডিয়া প্রস্তাব করতে হবে, যা প্ল্যাটফর্মটিকে আরও বেশি উপযোগী করে তুলবে। সেরা আইডিয়াটি অ্যাপের একটি গুরুত্বপূর্ণ নতুন ফিচার হিসেবে যুক্ত হবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য থাকছে মোট ১০,০০০ টাকা নগদ পুরস্কার। এর মধ্যে প্রথম স্থান অধিকারী পাবেন ৫,০০০ টাকা, দ্বিতীয় স্থান অধিকারী পাবেন ৩,০০০ টাকা এবং তৃতীয় স্থান অধিকারী পাবেন ২,০০০ টাকা।
প্রতিযোগিতার নিয়মাবলী কঠোরভাবে অনুসরণ করতে হবে। একজন প্রতিযোগী শুধুমাত্র একটি আইডিয়া জমা দিতে পারবেন। আইডিয়া জমা দেওয়ার আগে অবশ্যই তাদের ‘মনের বন্ধু’ অ্যাপ ডাউনলোড করে নিজেদের ফোন নম্বর দিয়ে লগইন করতে হবে। অ্যাপে লগইন করা না থাকলে সেই সাবমিশন বাতিল বলে গণ্য হবে।
এছাড়াও, সকল আইডিয়া অবশ্যই প্রতিযোগীর নিজস্ব এবং মৌলিক হতে হবে। কোনো ধরনের নকল বা অন্য উৎস থেকে কপি করা আইডিয়া অযোগ্য বলে বিবেচিত হবে। জমা দেওয়া আইডিয়াগুলোর স্বত্বাধিকার ‘মনের বন্ধু’ অ্যাপ কর্তৃপক্ষের কাছে থাকবে এবং তারা এটি তাদের ইচ্ছামতো ব্যবহার, উন্নয়ন বা প্রয়োগ করতে পারবে। আইডিয়া জমা দেওয়ার শেষ তারিখ ৪ সেপ্টেম্বর, ২০২৫।
আগ্রহীরা আবেদন করতে পারবেন নিচের এই লিঙ্কেঃ https://surl.li/atproc