

জলবায়ু পরিবর্তনের বৈশ্বিক সংকট মোকাবিলায় বাংলাদেশের তরুণদের সক্রিয় অংশগ্রহণের লক্ষ্যে নতুন এক উদ্যোগ শুরু হয়েছে। ‘জেনারেশন আনলিমিটেড’ এবং ‘ইউনিসেফ বাংলাদেশ’-এর যৌথ প্রয়াসে ‘জাগো ফাউন্ডেশন ট্রাস্ট’-এর তত্ত্বাবধানে রংপুর ও বরিশাল বিভাগের তরুণদের জন্য ঘোষণা করা হয়েছে ‘ইমাজেন ভেঞ্চারস ইয়ুথ চ্যালেঞ্জ ২০২৪-২৫’।
এই ব্যতিক্রমী চ্যালেঞ্জের মূল লক্ষ্য হলো, তরুণদের হাতে তাদের নিজেদের কমিউনিটির জলবায়ু সংকট সমাধানের সুযোগ করে দেওয়া। জাগো ফাউন্ডেশনের ওয়েবসাইট থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
‘জাগো ফাউন্ডেশন ট্রাস্ট’ এর ফেইসবুক পেজ থেকে আরো জানা যায়, এই চ্যালেঞ্জে অংশ নিতে আগ্রহী তরুণদের ৩ থেকে ৫ জনের একটি দল গঠন করতে হবে। দলগুলোকে নিজ নিজ এলাকার জলবায়ু সংকট সম্পর্কিত একটি সুনির্দিষ্ট সমস্যা চিহ্নিত করে সেটি সমাধানের একটি কার্যকর পরিকল্পনা তৈরি করতে হবে। উল্লেখ্য, আবেদন মূল্যায়নের ক্ষেত্রে নারী নেতৃত্বাধীন বা নারী সদস্য সংখ্যা বেশি এমন দলগুলো অগ্রাধিকার পাবে।
আবেদন প্রক্রিয়া সহজ এবং তরুণদের দক্ষতা বৃদ্ধিতে সাহায্য করতে প্রোগ্রামটির সহযোগী প্ল্যাটফর্ম হিসেবে থাকছে ‘পাসপোর্ট টু আর্নিং (P2E)’। এই প্ল্যাটফর্মে ‘আর্ট অফ প্রব্লেম ডেফিনেশন’ সহ এমন কিছু কোর্স রয়েছে, যা শিক্ষার্থীদের কমিউনিটির সমস্যা বুঝতে ও সমাধানের কৌশল শিখতে সহায়তা করবে। এই প্ল্যাটফর্ম থেকে কোর্স সম্পন্ন করে সার্টিফিকেট জমা দিলে আবেদন মূল্যায়নের সময় অতিরিক্ত পয়েন্ট যোগ হবে।
সেরা দলগুলোর জন্য কেবল পুরস্কার নয়, থাকবে নিজেদের পরিকল্পনাকে বাস্তবে রূপ দেওয়ার দারুণ সুযোগ। নির্বাচিত দলগুলো তিন দিনের আবাসিক বুটক্যাম্পে অংশ নেওয়ার সুযোগ পাবে। সেখানে তারা বিশেষজ্ঞ মেন্টরদের কাছ থেকে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও প্রশিক্ষণ পাবে। একইসঙ্গে, তাদের উদ্ভাবনী পরিকল্পনা বাস্তবায়নের জন্য আর্থিক সহায়তাও দেওয়া হবে।
রংপুর ও বরিশাল বিভাগের তরুণদের জন্য আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১৫ সেপ্টেম্বর, ২০২৫। বিস্তারিত জানতে এবং আবেদন করতে ভিজিট করুন: https://jaago.com.bd/genu