

বিশ্বের সবচেয়ে বড় এবং প্রাচীনতম হিমশৈল এ২৩-এ দ্রুত ভেঙে একাধিক টুকরোতে বিভক্ত হচ্ছে বলে জানিয়েছেন ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভে (বিএএস)-এর বিজ্ঞানীরা।
স্যাটেলাইটে ধারণ করা সাম্প্রতিক ছবিতে দেখা যায়, দীর্ঘদিন ধরে স্থিতিশীল অবস্থায় থাকা বিশাল হিমশৈলটি ক্রমশ ক্ষয় হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, অ্যান্টার্কটিকার ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব ক্রমেই প্রকট হয়ে উঠছে।
এ২৩-এ হিমশৈলটির উৎপত্তি ১৯৮৬ সালে। একসময় এর আয়তন ছিল প্রায় ৩ হাজার ৯০০ বর্গকিলোমিটার, যা একটি ক্ষুদ্র দেশের সমান।
বিজ্ঞানীরা বলছেন, সমুদ্রের পানির তাপমাত্রা বৃদ্ধি এবং বাতাসের উষ্ণতা বেড়ে যাওয়ায় হিমশৈলটির স্থায়িত্ব নষ্ট হচ্ছে। এর ফলে অ্যান্টার্কটিকা আরও অস্থিতিশীল হয়ে পড়ছে এবং ভবিষ্যতে আরও হিমশৈল ভেঙে পড়ার ঝুঁকি রয়েছে।
গবেষকরা সতর্ক করেছেন, যদি এই ধারা অব্যাহত থাকে, তবে বৈশ্বিক সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং জলবায়ু সংকট আরও তীব্র হতে পারে।