

বায়ুদূষণ নিয়ন্ত্রণে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। কোথাও উন্মুক্ত স্থানে বর্জ্য পোড়ানোর দৃশ্য চোখে পড়লে তার ছবি তুলে পাঠালে পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।
গত মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয়টি জানায়, দেশের বায়ুদূষণ পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। বিশেষ করে শীতকালে শুকনা মৌসুমে দূষণের মাত্রা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। এ প্রেক্ষাপটে বর্জ্য পোড়ানোর মতো দূষণকারী কার্যক্রম চিহ্নিত ও নিয়ন্ত্রণে নাগরিকদের সক্রিয় ভূমিকা রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কোথাও বর্জ্য পোড়ানোর ঘটনা দেখা গেলে সেই দৃশ্যের ছবি climatechange2@moef.gov.bd
ঠিকানায় ই-মেইলের মাধ্যমে পাঠাতে অনুরোধ জানানো হয়েছে। ছবির সঙ্গে প্রেরকের নাম, মুঠোফোন নম্বর, ঘটনার সুনির্দিষ্ট স্থান, এলাকার ঠিকানা ও সময় উল্লেখ করতে হবে।
প্রতি মাসে প্রাপ্ত ছবিগুলো যাচাই-বাছাই করে সেরা ১০টি ছবি নির্বাচন করা হবে। নির্বাচিত ব্যক্তিদের জন্য থাকবে উপযুক্ত পুরস্কার। মন্ত্রণালয়ের আশা, এই উদ্যোগে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ বায়ুদূষণ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখবে।
প্রসঙ্গত, ২০২৪ সালের নভেম্বরে প্রকাশিত বিশ্বব্যাংকের ‘ক্লিয়ারিং দ্য এয়ার: অ্যাড্রেসিং বাংলাদেশ’স এয়ার পলিউশন ক্রাইসিস’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকার বায়ুদূষণের পেছনে উন্মুক্ত স্থানে বর্জ্য পোড়ানোর অবদান প্রায় ১১ শতাংশ। সরকার মনে করছে, এই ধরনের উদ্যোগের মাধ্যমে বর্জ্য পোড়ানো রোধ করা গেলে বায়ুর মান উন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি সম্ভব হবে।