
সম্প্রতি রাজধানীর করাইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘরবাড়ি হারিয়ে চরম দুর্ভোগে পড়ে বহু শারীরিক প্রতিবন্ধী মানুষ। দৈনন্দিন চলাচলের জন্য যাদের অন্যের ওপর নির্ভর করেই জীবন চালাতে হয়, অগ্নিকাণ্ডে হুইলচেয়ার হারানোর ফলে তাদের কষ্ট আরও বহুগুণে বেড়ে যায়। এই মানবিক সংকটে ক্ষতিগ্রস্ত প্রতিবন্ধীদের পাশে দাঁড়িয়েছে ‘প্রচেষ্টা ফাউন্ডেশন’।
গত ২৪ ডিসেম্বর প্রচেষ্টা ফাউন্ডেশনের প্রজেক্ট এগিয়ে চলার মাধ্যমে করাইল বউবাজার এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়। আগুনে পুড়ে যাওয়া হুইলচেয়ারের সংকটের কারণে যারা এক স্থান থেকে অন্য স্থানে চলাচলে সম্পূর্ণভাবে অসহায় হয়ে পড়েছিলেন, এই সহায়তা তাদের জন্য নতুন করে স্বস্তি নিয়ে এসেছে বলে জানা যায়।
প্রচেষ্টা ফাউন্ডেশনের পক্ষ থেকে মো. রাকিবুল ইসলাম লাল সবুজ প্রকাশকে জানান, শারীরিক প্রতিবন্ধীদের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নিরাপদ ও স্বাভাবিক চলাচল। অগ্নিকাণ্ডের পর থেকে এসব পরিবারকে অতিরিক্ত চাপ ও কষ্টের মধ্য দিয়ে যেতে হচ্ছে। সেই বাস্তবতা বিবেচনায় নিয়েই সংগঠনটি তাদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেয়, যাতে তারা অন্যের ওপর নির্ভরশীল না হয়ে নিজেরাই চলাচল করতে পারেন।’
তিনি আরও বলেন, ‘এই উদ্যোগের মূল উদ্দেশ্য ছিল অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের ও তাদের পরিবারের মুখে হাসি ফোটানো। একটি হুইলচেয়ার শুধু চলাচলের মাধ্যম নয়, এটি আত্মনির্ভরতার প্রতীক।’
স্থানীয়রা এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এমন মানবিক সহায়তা দুর্যোগকবলিত মানুষের জীবন স্বাভাবিক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রচেষ্টা ফাউন্ডেশনের এই উদ্যোগ করাইলের ক্ষতিগ্রস্ত প্রতিবন্ধী মানুষদের নতুন করে এগিয়ে চলার সাহস জোগাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।