

সাংবাদিকতা ও কনটেন্ট নির্মাণের মাধ্যমে মানবিক মর্যাদা ও সমতা প্রতিষ্ঠার স্বীকৃতি দিতে আয়োজিত ‘গণমাধ্যম পুরস্কার ২০২৫ এ কনটেন্ট জমা দেওয়ার সময়সীমা আরও দুই দিন বাড়ানো হয়েছে। এখন আগ্রহী সাংবাদিক ও কনটেন্ট নির্মাতারা ২০ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত তাঁদের কাজ জমা দিতে পারবেন।
এই পুরস্কার আয়োজন করেছে “ইয়ুথ ফর ইক্যুয়ালিটি প্রকল্প” যেখানে বাংলাদেশি সাংবাদিক ও কনটেন্ট নির্মাতাদের কাছ থেকে সাতটি ভিন্ন ক্যাটাগরিতে আবেদন আহ্বান করা হয়েছে।
পুরস্কারের জন্য জেন্ডার-সংবেদনশীল কনটেন্ট প্রাধান্য পাবে। বিশেষভাবে, নারী ও শিশু সুরক্ষা, নারী অধিকার, কর্মসংস্থান, অর্থনীতি, রাজনীতি, সমাজ সংস্কারসহ বিভিন্ন ক্ষেত্রে নারীর অবদান বিষয়ক প্রতিবেদন ও কনটেন্টকে গুরুত্ব দেওয়া হবে।
তবে, যেসব কনটেন্টে নারী ও শিশুর মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে, নারীকে পণ্য হিসেবে উপস্থাপন করা হয়েছে বা স্টোরিওটাইপ ধারণা লালন করা হয়েছে, সেগুলো প্রতিযোগিতার আওতায় আসবে না।
সাংবাদিকতা শুধু তথ্যের পরিবেশন নয়, এটি সমাজ পরিবর্তনের একটি হাতিয়ার। এই পুরস্কার তারই প্রতিফলন, যেখানে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা স্বীকৃতি পাবে সমাজ ও নারীর উন্নয়নের পরিপ্রেক্ষিতে।
📧 ইমেইল পাঠানোর ঠিকানা:
plan.bangladesh@plan-international.org
📞 যোগাযোগ (ফোন/হোয়াটসঅ্যাপ):
+৮৮০১৭২০০০৭২৪৪