/
/
সমতার পথে সাংবাদিকতা, গণমাধ্যম পুরস্কার জমা দেওয়ার সময় বাড়ল দুই দিন
সমতার পথে সাংবাদিকতা, গণমাধ্যম পুরস্কার জমা দেওয়ার সময় বাড়ল দুই দিন
Byআহসান সাকিব
Published১৯ সেপ্টেম্বর, ২০২৫
৫:০১ অপরাহ্ণ
542874785_1092889586290446_3289259491206441190_n
আহসান সাকিব
আহসান সাকিব লালমনিরহাটে দীর্ঘদিন ধরে প্রান্তিক মানুষের অধিকার প্রতিষ্ঠা ও সমাজের বাস্তবতা গণমাধ্যমে তুলে ধরছেন। বর্তমানে তিনি ঢাকায় লাল সবুজ প্রকাশ-এর সঙ্গে যুক্ত। তাঁর লক্ষ্য, তরুণদের নিয়ে সাংবাদিকতায় নতুন ধারা তৈরি করা, যেখানে থাকবে সত্য, দায়িত্ববোধ ও পরিবর্তনের অঙ্গীকার।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

ওয়েবসাইট ছবি (6)

সাংবাদিকতা ও কনটেন্ট নির্মাণের মাধ্যমে মানবিক মর্যাদা ও সমতা প্রতিষ্ঠার স্বীকৃতি দিতে আয়োজিত ‘গণমাধ্যম পুরস্কার ২০২৫ এ কনটেন্ট জমা দেওয়ার সময়সীমা আরও দুই দিন বাড়ানো হয়েছে। এখন আগ্রহী সাংবাদিক ও কনটেন্ট নির্মাতারা ২০ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত তাঁদের কাজ জমা দিতে পারবেন।

এই পুরস্কার আয়োজন করেছে “ইয়ুথ ফর ইক্যুয়ালিটি প্রকল্প” যেখানে বাংলাদেশি সাংবাদিক ও কনটেন্ট নির্মাতাদের কাছ থেকে সাতটি ভিন্ন ক্যাটাগরিতে আবেদন আহ্বান করা হয়েছে।

পুরস্কারের ক্যাটাগরি:

 ১.সেরা প্রতিবেদন (জাতীয় সংবাদপত্র)
২. সেরা প্রতিবেদন (আঞ্চলিক সংবাদপত্র)
৩. সেরা টেলিভিশন প্রতিবেদন
৪. সেরা অনলাইন প্রতিবেদন
৫. সেরা বিনোদন প্রতিবেদন (সংবাদপত্র)
৬. সেরা বিনোদন প্রতিবেদন (টেলিভিশন)
৭. সেরা বিজ্ঞাপন (টেলিভিশন)

মূল্যায়নের মানদণ্ড:

পুরস্কারের জন্য জেন্ডার-সংবেদনশীল কনটেন্ট প্রাধান্য পাবে। বিশেষভাবে, নারী ও শিশু সুরক্ষা, নারী অধিকার, কর্মসংস্থান, অর্থনীতি, রাজনীতি, সমাজ সংস্কারসহ বিভিন্ন ক্ষেত্রে নারীর অবদান বিষয়ক প্রতিবেদন ও কনটেন্টকে গুরুত্ব দেওয়া হবে।

তবে, যেসব কনটেন্টে নারী ও শিশুর মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে, নারীকে পণ্য হিসেবে উপস্থাপন করা হয়েছে বা স্টোরিওটাইপ ধারণা লালন করা হয়েছে, সেগুলো প্রতিযোগিতার আওতায় আসবে না।

কনটেন্ট জমা দেওয়ার সময়সীমা ও নিয়মাবলি:

  • প্রতিযোগিতার জন্য ১ জুলাই ২০২৪ থেকে ৩০ জুন ২০২৫ সময়কালে প্রকাশিত কনটেন্ট বিবেচনায় নেওয়া হবে।

  • সব কনটেন্ট ইমেইলে জমা দিতে হবে। পত্রিকার প্রতিবেদন স্ক্যান করে ও অনলাইন প্রতিবেদনের লিংক পাঠাতে হবে।

  • টেলিভিশন প্রতিবেদন ও বিজ্ঞাপন গুগল ড্রাইভে আপলোড করে লিংক পাঠাতে হবে।

  • প্রতিবেদক বা নির্মাতার নাম, প্রতিষ্ঠান, পদবী, যোগাযোগের ঠিকানা ও মোবাইল নম্বর উল্লেখ করতে হবে।

  • অন্য কেউ কনটেন্ট জমা দিলে তার যোগাযোগের তথ্যও দিতে হবে।

  • ইমেইলের Subject লাইনে “গণমাধ্যম পুরস্কার ২০২৫” উল্লেখ করা বাধ্যতামূলক।

সাংবাদিকতা শুধু তথ্যের পরিবেশন নয়, এটি সমাজ পরিবর্তনের একটি হাতিয়ার। এই পুরস্কার তারই প্রতিফলন, যেখানে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা স্বীকৃতি পাবে সমাজ ও নারীর উন্নয়নের পরিপ্রেক্ষিতে।

📧 ইমেইল পাঠানোর ঠিকানা:
plan.bangladesh@plan-international.org

📞 যোগাযোগ (ফোন/হোয়াটসঅ্যাপ):
+৮৮০১৭২০০০৭২৪৪