/
/
/
ঝালকাঠিতে জেলা পর্যায়ের শুটিং প্রতিযোগিতা অনুষ্ঠিত
ঝালকাঠিতে জেলা পর্যায়ের শুটিং প্রতিযোগিতা অনুষ্ঠিত
Byবীথি শর্মা বনিক
Published৩ অক্টোবর, ২০২৫
১১:৫৭ পূর্বাহ্ণ
WhatsApp Image 2025-08-14 at 2.38.11 PM (1)
বীথি শর্মা বনিক
বীথি শর্মা বনিক ঝালকাঠি জেলার একজন সক্রিয় স্বেচ্ছাসেবী ও লাল সবুজ প্রকাশের জেলা প্রতিনিধি। সে সাংবাদিকতার মাধ্যমে মানুষের ন্যায্য অধিকার ও তাদের কথা সবার কাছে তুলে ধরতে কাজ করছে। ভ্রমণ, ছবি তোলা, লেখালেখি, আর্ট এবং আবৃত্তি, গান, অভিনয়ে তার বিশেষ আগ্রহ রয়েছে।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

Untitled design (2)

ঝালকাঠিতে তারুণ্যের উৎসব উপলক্ষে অনুর্ধ্ব ১৬ হতে ১৮ বছর বয়সের অ্যাথলেটদের নিয়ে জেলা পর্যায়ে শুটিং প্রতিযোগিতা হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে রাইফেল ক্লাবে এ আয়োজন করে ঝালকাঠি রাইফেল ক্লাব।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক আশরাফুল রহমান। এ ছাড়াও উপস্থিত ছিলেন পুলিশ সুপার উজ্জল কুমার রায় এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওসার হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আশরাফুল রহমান বলেন, আজকের এই শুটিং প্রতিযোগিতা শুধু শারীরিক দক্ষতার প্রদর্শন নয়, এটি আমাদের তরুণদের মধ্যে কৌশল, মনোযোগ এবং শৃঙ্খলার অনুভূতি সৃষ্টি করে। আমাদের লক্ষ্য হল, তরুণদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি করা এবং তাদের স্বপ্ন পূরণের পথকে সুগম করা। আমি বিশ্বাস করি, এই ধরনের প্রতিযোগিতাগুলি যুবকদের মধ্যে সৃজনশীলতা এবং দেশপ্রেমের চেতনা গড়ে তুলবে। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের আয়োজন করা হবে, যাতে আমাদের তরুণ প্রজন্ম খেলাধুলার মাধ্যমে দেশকে আরও গর্বিত করতে পারে।

প্রায় ৫০ জন অংশগ্রহণকারীর এই প্রতিযোগিতার মাধ্যমে তরুণদের শারীরিক দক্ষতা এবং লক্ষ্যভেদে পারদর্শিতা প্রকাশ পায়, যা আগামীদিনে দেশের জাতীয় পর্যায়ে শুটিং খেলার উন্নয়নে ভূমিকা রাখতে পারে।