/
/
/
ঝালকাঠিতে পূজা মন্ডপ পরিদর্শনে বরিশাল রেঞ্জ ডিআইজি
ঝালকাঠিতে পূজা মন্ডপ পরিদর্শনে বরিশাল রেঞ্জ ডিআইজি
Byবীথি শর্মা বনিক
Published৩ অক্টোবর, ২০২৫
১২:১৪ অপরাহ্ণ
WhatsApp Image 2025-08-14 at 2.38.11 PM (1)
বীথি শর্মা বনিক
বীথি শর্মা বনিক ঝালকাঠি জেলার একজন সক্রিয় স্বেচ্ছাসেবী ও লাল সবুজ প্রকাশের জেলা প্রতিনিধি। সে সাংবাদিকতার মাধ্যমে মানুষের ন্যায্য অধিকার ও তাদের কথা সবার কাছে তুলে ধরতে কাজ করছে। ভ্রমণ, ছবি তোলা, লেখালেখি, আর্ট এবং আবৃত্তি, গান, অভিনয়ে তার বিশেষ আগ্রহ রয়েছে।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

Untitled design (3)

বুধবার পহেলা অক্টোবর রাতে ঝালকাঠিতে পূজামন্ডপ ঘুরে গেলেন পুলিশের বরিশাল রেঞ্জ ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলম।

শারদীয় দূর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলায় দায়িত্বরত পুলিশ কর্মকর্তা ও ফোর্সদের তদারকী, পূজা মন্ডপ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন পুলিশের এই উর্দ্ধতন কর্মকর্তা।

ডি আই জি মঞ্জুর মোর্শেদ আলম ঝালকাঠি পৌর শহরের বাগানবাড়ি পূজা মন্ডপ, আখরাবাড়ি পূজা মন্ডপ এবং পাবলিক হরিসভা পূজা মন্ডপে হিন্দু ধর্মালম্বীদের সাথে শারদীয় উৎসবের শুভেচ্ছা বিনিময় করেন।

রাতে তিনি ঝালকাঠি সদর উপজেলার কির্তিপাশা ইউনিয়নের ভিমরলী ভাসমান পেয়ারার হাট সংলগ্ন দুর্গাপূজা মন্ডপে যান। সেখানেও সনাতন ধর্মের লোকদের সাথে শারদ শুভেচ্ছা বিনিময় করেন।

রেঞ্জ ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলম মন্ডপ গুলোতে শুভেচ্ছা বিনিময়কালে সকলের উদ্দেশ্যে বলেন, ‘সামাজিক সম্প্রীতি ও ধর্মীয় সদ্ভাব বজায় রাখার জন্য প্রয়োজন পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা, পরমতসহিষ্ণুতা এবং একে অপরের প্রতি সহযোগিতা। সমাজে বসবাসকারী সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের মধ্যে এই ধরনের ইতিবাচক মনোভাব গড়ে তুললে সমাজে শান্তি, শৃঙ্খলা এবং ঐক্য প্রতিষ্ঠা করা সম্ভব, যা একটি জাতির উন্নতি ও সমৃদ্ধির জন্য অপরিহার্য।’

মন্ডপ পরিদর্শনকালে বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নাজিমুল হক, ঝালকাঠির পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এস.এম. বায়জীদ ইবনে আকবর, ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামানসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।