

প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপ ২০২৬-এর চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জনকারী বাংলাদেশ নারী ফুটবল দল নিজেদের প্রস্তুত করতে নভেম্বর মাসে ঘরের মাঠে একটি গুরুত্বপূর্ণ ট্রাই নেশন সিরিজে অংশ নিতে যাচ্ছে। ফিফা উইন্ডোতে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টে বাংলাদেশের মেয়েরা মোকাবিলা করবে মালয়েশিয়া এবং আজারবাইজানের মতো দলগুলোর।
আগামী বছর মার্চ মাসে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া নারী এশিয়ান কাপে অভিষেক হবে বাংলাদেশের। টুর্নামেন্টে তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চীন, শক্তিশালী উত্তর কোরিয়া এবং উজবেকিস্তানের সঙ্গে ‘বি’ গ্রুপে স্থান পেয়েছে। এমন কঠিন গ্রুপের চ্যালেঞ্জের আগে মালয়েশিয়া ও আজারবাইজানের বিপক্ষে ঘরের মাঠে খেলার সুযোগ পাওয়ায় দল নিজেদের শক্তি ও দুর্বলতা যাচাই করার দারুণ সুযোগ পাবে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বিএফএফ) কর্তৃক আয়োজিত এই সিরিজটি মূলত ২০২৬ এএফসি নারী এশিয়ান কাপের প্রস্তুতির অংশ। ফিফা র্যাঙ্কিংয়ে আজারবাইজান (৭৪তম) এবং মালয়েশিয়া (৮৯তম) উভয় দলই বাংলাদেশের (১০৪তম) চেয়ে এগিয়ে। তাই এই ম্যাচগুলো বাংলাদেশ দলের জন্য এক কঠিন পরীক্ষা হবে, যা তাদের আত্মবিশ্বাস বাড়াতে সহায়তা করবে।
ঢাকায় অনুষ্ঠিতব্য এই ট্রাই নেশন সিরিজের সূচিও চূড়ান্ত হয়েছে। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে ঢাকা জাতীয় স্টেডিয়ামে। ২৬ নভেম্বর মালয়েশিয়ার বিপক্ষে প্রথম লড়বে বাংলাদেশী নারী ফুটবল দল। ২৯ নভেম্বর দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে মালয়েশিয়া বনাম আজারবাইজান এবং সর্বশেষ ২রা ডিসেম্বর বাংলাদেশ লড়বে আজারবাইজানের বিপক্ষে। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৬ টায়।
জানা গেছে, প্রতিটি দল একে অপরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। এই টুর্নামেন্টকে ‘ফিফা ট্রাই নেশনস উইমেনস ফুটবল সিরিজ ২০২৫’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।
বাংলাদেশ নারী দলের এই ঐতিহাসিক যাত্রায় দেশবাসী তাদের পাশে থাকবে, এমনটাই প্রত্যাশা ফুটবলপ্রেমীদের। এই ট্রাই নেশন সিরিজ আফঈদা-তহুরাদের এশিয়ান কাপ মিশনের জন্য গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট হবে বলে আশা করা হচ্ছে।