

লাল সবুজ সোসাইটি, পটুয়াখালী টিমের আয়োজনে তৃতীয়বারের মতো পটুয়াখালীতে অনুষ্ঠিত হলো তরুণদের নেতৃত্ব বিকাশমূলক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ‘লার্ন টু লিড ট্রেনিং ০৩’।
গত ৭ নভেম্বর সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত চলা আয়োজনটি অনুষ্ঠিত হয় পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে যেখানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত ২৫ জনেরও বেশি তরুণ-তরুণী অংশগ্রহণ করেন।
দিনব্যাপী এই সেশনে অংশগ্রহণকারীরা শিখেছেন নেতৃত্ব বিকাশ, সাংগঠনিক আচরণ, কার্যকর যোগাযোগ ও দ্বন্দ্ব ব্যবস্থাপনা, ডিজিটাল নাগরিকত্ব ও সামাজিক যোগাযোগমাধ্যমের সঠিক ব্যবহার, সামাজিক কর্মপরিকল্পনা, টিমওয়ার্ক ও উপস্থাপনা কৌশল।
এই দক্ষতাগুলো বিভিন্ন অ্যাক্টিভিটি ও গেমের মাধ্যমে বাস্তবভিত্তিকভাবে আয়োজিত হয়, যা শিক্ষার্থীদের শেখার অভিজ্ঞতাকে আরও প্রাণবন্ত করে।এছাড়া দুপুরে অনুষ্ঠিত হয় মধ্যাহ্নভোজ ও নেটওয়ার্কিং সেশন।
প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন লাল সবুজ সোসাইটির প্রতিষ্ঠাতা ও সভাপতি তাহসিন উদ্দিন এবং লাল সবুজ সোসাইটির প্রোগ্রাম অফিসার ও জেলা কোঅর্ডিনেটর মো. ইস্রাফিল, বিশেষ প্রশিক্ষক হিসেবে ছিলেন পটুয়াখালী ইয়ুথ ফোরামের সভাপতি মো. জহিরুল ইসলাম, যিনি অনলাইন নিরাপত্তা ও দায়িত্বশীল ডিজিটাল নাগরিকত্ব নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
অংশগ্রহণকারীরা জানান, এই প্রশিক্ষণ তাদের বাস্তব জীবনে নেতৃত্ব এবং সামাজিক পরিবর্তনের কাজে দিকনির্দেশনা দেবে।
তারা আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, “এমন আয়োজন ভবিষ্যতে তরুণদের আরও আত্মবিশ্বাসী ও সমাজসচেতন করে তুলবে।”
দিনব্যাপী কর্মশালার শেষে অংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদান করা হয় এবং সংক্ষিপ্ত সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে প্রশিক্ষণের সমাপ্তি ঘটে।