

বাংলাদেশের হয়ে প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট ম্যাচ খেলেছেন শুধুমাত্র মুশফিকুর রহিম। এই রেকর্ডের পাশে নতুন করে ইতিহাসের পাতায় নাম লেখান শততম ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়ে। দুই দশকের এই সাফল্যের পথে আজকের এই সফলতা যেন অন্যতম এক মাইলফলক।
গতকাল বুধবার (১৯ নভেম্বর) মিরপুর শের ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ৯৯ রানে অপরাজিত ছিলেন। পরে বৃহস্পতিবার প্রথম সেশনেই সেঞ্চুরি হাঁকান এই ক্রিকেটার। যদিও আজকের ইনিংস দীর্ঘ করতে পারেনি। ১০৬ রানে নিজের প্রথম ইনিংসের ইতি টানতে হয়। তবে ছুঁইয়েছেন এক অনন্য ইতিহাস।
টেস্টে শততম ম্যাচে সেঞ্চুরি এর আগে বহু ক্রিকেটারই হাঁকিয়েছেন তবে বাংলাদেশের জন্য এটা এক অনন্য কৃতিত্ব। শুধু এশিয়ার ক্রিকেটেই মুশফিক ২৬ তম এবং বিশ্ব রেকর্ডে ৮৪তম খেলোয়াড়।
প্রথম দিনের খেলা শেশজে বাংলাদেশের অর্জন ছিল ৪ উইকেটে ২৯২ রান। ওপেনিং এ ৫২ রানের জুটি করেছিল সাদমান ও মাহমুদুল হাসান জয়। পরে লিটনের সাথে লম্বা জুটি করেন মুশফিক। এই ইনিংসে তার ব্যক্তিগত ১০৬ রান তোলেন ২১৩ বলে।দেশের প্রথম ক্রিকেটার হিসেবে এই অনন্য রেকর্ড ছুঁতে পারায় অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমসহ অন্যান্য মাধ্যমে শুভেচ্ছা বার্তা জানায়।