/
/
/
তরুণ প্রজন্মকে সাথে নিয়ে নারী ও শিশুদের পাশে থাকতে চাই: উপদেষ্টা শারমীন এস মুরশিদ
তরুণ প্রজন্মকে সাথে নিয়ে নারী ও শিশুদের পাশে থাকতে চাই: উপদেষ্টা শারমীন এস মুরশিদ
Byলাল সবুজ প্রকাশ
Published২০ নভেম্বর, ২০২৫
২:০২ অপরাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

Sharmin S Murshid

“নারী ও শিশু নির্যাতনমুক্ত বাংলাদেশ গড়তে কুইক রেসপন্স টিমের মাধ্যমে তরুণ প্রজন্মকে সাথে নিয়ে প্রান্তিক পর্যায়ে পর্যন্ত নারী ও শিশুদের পাশে থাকতে চাই”,  এক মতবিনিময় সভায়  বলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ
গতকাল বুধবার(১৯ নভেম্বর) ঢাকায় মহিলা বিষয়ক অধিদপ্তরে কর্মকর্তা-কর্মচারীদের সাথে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, চব্বিশ ঘটে গেছে, বাংলাদেশ আর কখনো আগের জায়গায় ফিরে যাবে না। চব্বিশের জুলাই যুদ্ধে এতগুলো শিশু প্রাণ দিল। তাদের যে আত্মত্যাগ, তা স্মরণ করে ন্যায়ের পক্ষে সচেষ্ট হতে হবে।
তিনি আরও বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানে প্রায় ৭০ ভাগ মেয়ে ছেলেদের পাশে থেকে যুদ্ধ করেছে। এই অভ্যুত্থানের মধ্যে অনেক মেয়ের অঙ্গহানি হয়েছে, অনেকে বঞ্চিত হয়েছে, অনেক মেয়ে সামাজিক লাজ-লজ্জার ভয়ে আড়াল হয়ে গেছে। এ সমস্ত মেয়েদের আলোর পথে আনতে চাই। এজন্য আমার মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের জুলাইয়ের আত্মত্যাগকে ধারণ করে যার যার জায়গা থেকে কোনো অন্যায়কে প্রশ্রয় না দিয়ে দক্ষতার সাথে কাজ করতে হবে।

সভায় উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে এ উপদেষ্টা বলেন, সরকারি কর্মচারীরা জনগণের সেবক। আপনাদের কাজের মান, গতি, কাজের ক্ষণ দেখে আমি অসন্তুষ্ট। এই মন্ত্রণালয়ের কাজকে একটি সম্মানজনক জায়গায় যাতে নিয়ে যেতে পারি, সেজন্য কাজের মান সম্মানজনক পর্যায়ে নিয়ে যেতে হবে। নারীদের নিয়ে কাজগুলোকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে যার যার কাজে আরো আন্তরিক হতে হবে।
মতবিনিময় সভায় অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) জিনাত আরা, পরিচালক (যুগ্ম সচিব) নাইমা হোসেন, জাতীয় প্রকল্প পরিচালক (গ্রিন ক্লাইমেন্ট ফান্ড) অতিরিক্ত সচিব মো. আব্দুল হাই আল মাহমুদ, অতিরিক্ত পরিচালক মো. মনির হোসেন, উপপরিচালক, গবেষণা কর্মকর্তা, সহকারী পরিচালকসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ কর্মচারীদের নিয়মিত উপস্থিতি, প্রশিক্ষণ, পোশাক পরিচ্ছদের ব্যবস্থা এবং প্লাস্টিক বর্জন করে প্রাকৃতিক পরিবেশ গড়ে তুলতে পরামর্শ দেন।