/
/
এবার ব্রুনেইকে ৮ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ
এবার ব্রুনেইকে ৮ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ
Byলাল সবুজ প্রকাশ
Published২৪ নভেম্বর, ২০২৫
৩:৪১ অপরাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

Banu17

এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ ফুটবলের বাছাইয়ে পূর্ব তিমুরকে ৫-০ গোলে হারানোর পর আজ ব্রুনেইকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। বাছাই পর্বে বাংলাদেশের দুই ম্যাচে দুই জয়।

বাছাই পর্বের এ ম্যাচ চীনের ইয়ংচুয়ান স্পোর্টস সেন্টারে অনুষ্ঠিত হয় যেখানে  ‎প্রথমার্ধে ৪-০ গোলে এগিয়ে ছিল বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে হয়েছে আরও চার গোল। সব মিলিয়ে ৮ গোলের এক দুর্দান্ত জয় ছিনিয়ে নেয় বাংলাদেশের তরুণরা। দেশের হয়ে জোড়া গোল করেছেন রিফাত কাজী ও অপু রহমান। একটি করে গোল করেন মোহাম্মদ মানিক, আলিফ রহমান, নাজমুল হুদা ও বায়েজিদ বোস্তামি।

‎‎আগামী বুধবার গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ হবে শ্রীলঙ্কা। তাদেরকেও সহজে হারাবে এমনই প্রত্যাশা এই তরুণদের। গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারলে আগামী বছর মে মাসে সৌদি আরবে এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপে খেলতে পারবে বাংলাদেশ। শ্রীলঙ্কা। ছয় দলের গ্রুপে বাংলাদেশের শেষ দুই প্রতিপক্ষ বাহরাইন ও চীন। বাংলাদেশ ও ব্রুনেই ছাড়া অন্য কোনো দল এখন পর্যন্ত গ্রুপে দুই ম্যাচ খেলেনি।

এশিয়ান কাপে এখন পর্যন্ত অনূর্ধ্ব-১৭ পর্যায়ে দুবার আর অনূর্ধ্ব-১৬ পর্যায়ে চারবার অংশ নিয়েছে বাংলাদেশ। কোনোবারই গ্রুপপর্ব পেরোতে পারেনি। সর্বশেষ ২০০৬ সালে বাছাই পেরোলেও মূল পর্বে তিন ম্যাচের তিনটিতেই হেরেছে। তবে এবারে বাংলাদেশের প্রত্যাশা অনেক তুঙ্গে,শুরুও করেছে দুর্দান্ত।

উল্লেখ্য, ‎২০২০ সালে বাছাই হলেও করোনার কারণে মূল টুর্নামেন্ট হয়নি। ২০১৪ সালে টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেয় বাংলাদেশ।