

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্নাতকোত্তর প্রোগ্রামে পূর্ণ বা আংশিক টিউশন ফি মওকুফসহ পড়ার সুযোগ দিচ্ছে যুক্তরাজ্যের নটিংহাম বিশ্ববিদ্যালয়। ‘নটিংহাম ডেভেলপিং সলিউশন স্কলারশিপ’-এর আওতায় বাংলাদেশ, ভারত, আফ্রিকা ও কমনওয়েলথভুক্ত দেশের শিক্ষার্থীরা এই সুবিধার জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ১৫ এপ্রিল ২০২৬।
১৮৮১ সালে নটিংহাম বিশ্ববিদ্যালয় কলেজ নামে প্রতিষ্ঠিত এবং ১৯৪৮ সালে রাজকীয় চার্টারে বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি পাওয়া নটিংহাম বিশ্ববিদ্যালয় যুক্তরাজ্যের নটিংহাম শহরে অবস্থিত একটি সরকারি গবেষণা বিশ্ববিদ্যালয়। নটিংহামের প্রধান ক্যাম্পাস— বিশ্ববিদ্যালয় পার্ক, এবং কুইন্স মেডিক্যাল সেন্টার শহরের বহির্ভাগে অবস্থিত। যুক্তরাজ্যের নটিংহামশায়ার ও ডার্বিশায়ারের আরও কয়েকটি ক্যাম্পাস ছাড়াও মালয়েশিয়ার সেমেনিয়াহ ও চীনের নিংবো শহরে বিশ্ববিদ্যালয়টির আন্তর্জাতিক ক্যাম্পাস রয়েছে। বিশ্ববিদ্যালয়টিতে পাঁচটি অনুষদের অধীনে পঞ্চাশের বেশি স্কুল, বিভাগ, ইনস্টিটিউট ও গবেষণাকেন্দ্র পরিচালিত হয়।
স্কলারশিপটি পাওয়া গেলে আন্তর্জাতিক নতুন শিক্ষার্থীরা তাঁদের টিউশন ফি সম্পূর্ণ অথবা অর্ধেক মওকুফের সুবিধা পাবেন। তবে আবেদন করার জন্য অবশ্যই নটিংহাম বিশ্ববিদ্যালয়ের পূর্ণকালীন স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তি হতে হবে। বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী বা সাবেক শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন না।
স্কলারশিপের আওতায় নটিংহাম বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর করা যাবে চারটি অনুষদে—
• প্রকৌশল অনুষদ
• মেডিসিন ও স্বাস্থ্যবিজ্ঞান অনুষদ
• বিজ্ঞান অনুষদ
• সামাজিক বিজ্ঞান অনুষদ
আবেদনের যোগ্যতার মধ্যে রয়েছে— উল্লেখিত দেশের নাগরিক হওয়া, আন্তর্জাতিক শিক্ষার্থী হিসেবে আবেদন করা এবং পূর্ণকালীন স্নাতকোত্তর কোর্সে ভর্তির যোগ্যতা অর্জন করা।
এ স্কলারশিপের জন্য আবেদন অনলাইনে করা যাবে। আবেদনপদ্ধতি ও বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট লিংকের মাধ্যমে জানা যাবে।