/
/
ইউনেস্কোর স্বীকৃতি পেল ‘টাঙ্গাইল শাড়ি বুনন শিল্প’
ইউনেস্কোর স্বীকৃতি পেল 'টাঙ্গাইল শাড়ি বুনন শিল্প'
Byলাল সবুজ প্রকাশ
Published১০ ডিসেম্বর, ২০২৫
১২:০৯ অপরাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

tangail1

বাংলাদেশের শত শত বছরের ঐতিহ্য টাঙ্গাইল শাড়ি বুনন শিল্প ইউনেস্কোর ‘অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের’ বা ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ তালিকায় স্থান পেয়েছে।

গতকাল মঙ্গলবার (৯ ডিসেম্বর) নয়াদিল্লিতে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা-ইউনেস্কো তাদের ২০০৩ কনভেনশনের চলমান ২০তম আন্তঃরাষ্ট্রীয় পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেয়। এটি এই কনভেনশনের অধীনে বাংলাদেশের জন্য ষষ্ঠ স্বীকৃতি।

দীর্ঘদিন ধরে বাঙালির নন্দনচর্চা, ঐতিহ্য ও সামাজিক বুননে বিশেষ স্থান দখল করে থাকা টাঙ্গাইলের শাড়ি তার সূক্ষ্ম, দীপ্তিময় নকশা ও অপূর্ব কারুকাজের জন্য বিশ্বে পরিচিত। টাঙ্গাইল শাড়ি বাংলার নারীদের পাশাপাশি বিশ্বের বহুদেশে জনপ্রিয়, এ শাড়ির বুনন ও সৃজনশীলতা আকৃষ্ট করে শাড়ি প্রেমিদের মন।

প্রধান উপদেষ্টার কার্যালয়ের আনুষ্ঠানিক ফেসবুক পেইজের এক পোস্টে বলা হয়েছে, এই অর্জনকে আমরা বাংলাদেশের সকল তাঁতি ও নারীদের প্রতি উৎসর্গ করছি।
সরকারের পক্ষ থেকে আরো জানিয়েছে, এ অর্জন দেশের সব তাঁতি ও বাংলাদেশের নারীদের প্রতি নিবেদিত—যাদের পরিশ্রম, রুচি ও সাংস্কৃতিক চর্চা টাঙ্গাইলের শাড়িকে দেশ-বিদেশে এক অনন্য ব্র্যান্ডে পরিণত করেছে।

দুই শতাব্দী ধরে টিকে থাকা ও জনপ্রিয়তা বাড়তে থাকা এ ঐহিহ্যের স্বীকৃতি তাঁতশিল্পকে আরো সমুন্নত করবে এবং তাঁদের দায়িত্বকে আরো বাড়িয়ে তুলবে। ঐতিহ্য রক্ষায় এ স্বীকৃতি ভূমিকা রাখবে।