
সীসা দূষণ ও স্বাস্থ্যঝুঁকি বিষয়ে সচেতনতা গড়তে ‘সীসা দূষণ ও স্বাস্থ্যঝুঁকিঃ শ্রমিকদের সাথে সচেতনতামূলক আলোচনা’ শীর্ষক সচেতনতামূলক সভা আয়োজন করে লাল সবুজ সোসাইটি।
গত শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানী ঢাকার কেরানীগঞ্জ উপজেলার জিনজিরা এলাকায় সীসা সংশ্লিষ্ট কাজের সঙ্গে যুক্ত প্রায় অর্ধশত শ্রমিককে নিয়ে এই আয়োজন করা হয়। এ উদ্যোগটি ইউনিসেফের অর্থায়নে ও ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড হেলথ প্রোমোশন ইউনিট–এর সহযোগিতায় বাস্তবায়ন করে যুব নেতৃত্বাধীন স্বেচ্ছাসেবী এ সংগঠনটি।
অনুষ্ঠানে উপস্থিত শ্রমিকদের এ নিরব ঘাতকে আক্রান্ত হয়ে ওঠার লক্ষণ, কারণ, করণীয় ও বাস্তব চিত্র নিয়ে আলোচনা এবং তাদের অভিজ্ঞতা উপস্থাপন করা হয়। এ সভায় উপস্থিত ছিলেন ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড হেলথ প্রোমোশন ইউনিট–এর কো-অর্ডিনেটর প্রফেসর ড. ইকবাল কবির। তিনি সীসা থেকে নিজেকে সুরক্ষিত রাখার উপায় এবং সীসাজনিত স্বাস্থ্যঝুঁকি কীভাবে কমানো যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
সভায় লাল সবুজ সোসাইটির প্রতিনিধি আজিজুন নাহার তমা সীসা কোথায় কোথায় উপস্থিত থাকে, কীভাবে ক্ষতি করে এবং কিভাবে এর উৎসগুলো চিহ্নিত করা যায় সে বিষয়ে শ্রমিকদের মাঝে তুলে ধরেন। এ অনুষ্ঠানের শুরুতে লাল সবুজ সোসাইটির প্রজেক্ট অফিসার মো. ইস্রাফিল অংশগ্রহণকারীদের সঙ্গে পরিচয় পর্ব পরিচালনা এবং সীসার পরিচিতি ও ক্ষতিকর দিক নিয়ে প্রাথমিক আলোচনা করেন।
লাল সবুজ সোসাইটি জানায়, সীসায় বেশি ক্ষতিগ্রস্থ হয় ঢাকার এই অঞ্চলের সীসা সংশ্লিষ্ট কাজের সাথে জড়িত শ্রমিকেরা, দীর্ঘদিন ধরে কাজ করার ফলে তারা নানাবিধ রোগে আক্রান্ত হচ্ছেন ধীরে ধীরে, অথচ তারা জানেনই না ঠিক কি কারণে এ সমস্যাগুলি হচ্ছে। তাদেরকে এ নিরব ঘাতক সম্পর্কে সচেতন করতেই মুলত আমরা এ ধরনের আয়োজন করেছি। আমরা চাই সীসা দুষণমুক্ত একটি পরিবেশ যেখানে সবাই স্বাস্থ্য নিরাপত্তার সাথে বসবাস করবে।
বিষাক্ত এ ধাতুর ক্ষতিকর দিক সম্পর্কে সকলকে সচেতন করে গড়ে তোলার প্রত্যয় রাখে লাল সবুজ সোসাইটি।