/
/
জাতিসংঘের জলবায়ু উপদেষ্টা দলে বাংলাদেশের ফারজানা ঝুমু
জাতিসংঘের জলবায়ু উপদেষ্টা দলে বাংলাদেশের ফারজানা ঝুমু
Byকারিমা ইসলাম
Published১৩ আগস্ট, ২০২৫
৭:৪৫ অপরাহ্ণ
Karima
কারিমা ইসলাম
কারিমা বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস-এর গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী এবং লাল সবুজ প্রকাশের ফিচার লেখক। সে লেখালেখির মাধ্যমে বৈশ্বিক সমস্যা, বিশেষ করে জলবায়ু পরিবর্তন নিয়ে তরুণদের সচেতন করতে কাজ করে। তার স্বপ্ন লেখার মাধ্যমে বিশ্বব্যাপী তরুণদের সংযুক্ত করে আন্তর্জাতিক পর্যায়ে ইতিবাচক পরিবর্তন আনা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

01

আন্তর্জাতিক যুব দিবস (১২ আগষ্ট)-এ জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস জলবায়ু পরিবর্তন বিষয়ক যুব উপদেষ্টা দলে বিশ্বের বিভিন্ন প্রান্তের ১৪ জন তরুণ জলবায়ু নেতাকে নিয়োগের ঘোষণা দিয়েছেন। নির্বাচিত এই প্রতিনিধিদের মধ্যে রয়েছেন বাংলাদেশের তরুণ জলবায়ু কর্মী ফারজানা ফারুক ঝুমু।

ফারজানা ফারুক ঝুমু এর আগে ২০২২-২০২৪ সাল পর্যন্ত ইউনিসেফে বাংলাদেশের ইয়ুথ এডভোকেট হিসেবে কাজ করেছেন। বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে ‘কাঠপেন্সিল’ সহ-প্রতিষ্ঠার মধ্য দিয়ে তার পথচলার শুরু হয়। পরবর্তীতে জলবায়ু পরিবর্তন নিয়ে প্রান্তিক এলাকার শিশুদের সাথে কাজ করতে গিয়ে তিনি তাদের দুর্ভোগ সমাধানের বিষয়ে মনোযোগী হন।
এছাড়াও তিনি ‘ফ্রাইডে’স ফর ফিউচার আন্দোলনে’ যুক্ত হন এবং বিশেষ করে “মাপা” (Most Affected People & Areas) অঞ্চলে তরুণদের পক্ষ থেকে সক্রিয়ভাবে কাজ করেন। বর্তমানে তিনি ‘পিপলস ক্লাইমেট ডিপ্লোমেসি প্রোগ্রাম’-এর প্রোগ্রাম সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

জাতিসংঘের এই জলবায়ু সংক্রান্ত উপদেষ্টা দলের সদস্য এ বছর ৭ থেকে বাড়িয়ে ১৪ করা হয়েছে। মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, “যুবদের সাহসী প্রচারাভিযান বর্তমান বিশ্বের জলবায়ু সংকট মোকাবিলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এই কারণেই আমি আমার জলবায়ু বিষয়ক যুব উপদেষ্টা দলের সদস্য সংখ্যা ৭ থেকে ১৪-তে বাড়াচ্ছি।”

এই উপদেষ্টা দল মহাসচিবকে জলবায়ু সংকট মোকাবিলায় বাস্তবভিত্তিক সমাধান, নতুন নতুন দৃষ্টিভঙ্গি এবং সুনির্দিষ্ট বিষয়গুলোতে পরামর্শ দিয়ে সহযোগিতা করবে। নতুন এই উপদেষ্টা দলটিতে বিশ্বের বিভিন্ন অঞ্চলের তরুণ ও দক্ষ প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্যারিস চুক্তির দশম বার্ষিকীতে জাতিসংঘের এই নতুন ঘোষণাটি এসেছে, যেখানে সব দেশকে একটা নির্দিষ্ট লক্ষ্যের (১.৫° সেলসিয়াস) সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নতুন জাতীয় জলবায়ু পরিকল্পনা (NDCs) জমা দিতে হবে। কারণ বিশ্বব্যাপী জলবায়ু বিপর্যয় ক্রমেই ঘন ও তীব্র আকার ধারণ করছে কিন্তু এটা সমাধানের অগ্রগতি এখনও যথেষ্ট নয়। এই প্রেক্ষাপটে তরুণদের নেতৃত্ব ও কণ্ঠস্বর আরও বেশি জরুরি হয়ে উঠেছে।

নতুন এই যুব উপদেষ্টা দলের ১৪ জন সদস্য হলেন— আঞ্জেলা বুশেস্কা (উত্তর মেসিডোনিয়া), অ্যাশলে ল্যাশলে (বার্বাডোস), অ্যাক্সেল এরিকসন (সুইডেন), চারিটি রোপাটি (যুক্তরাষ্ট্র), ফারজানা ফারুক ঝুমু (বাংলাদেশ), ওকালানি মেরিনার (সামোয়া) এবং সিবুসিসো মাজোম্বা (দক্ষিণ আফ্রিকা), ত্সাই সুরুই (ব্রাজিল), জ্যাগি বেরিয়ান (ইন্দোনেশিয়া), জুজান্না বোরোভস্কা (পোল্যান্ড), জাব্রি ইব্রাহিম (কেনিয়া), মার্সেল বোডেভিগ (জার্মানি), ওকালানি মেরিনার (সামোয়া) এবং লেনা গোয়িংস (যুক্তরাষ্ট্র)।