

ডেটা জার্নালিজমে তরুণ সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধির জন্য দুই মাসব্যাপী একটি ফেলোশিপ প্রোগ্রামের ঘোষণা দিয়েছে ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই)। ফোজো মিডিয়া ইনস্টিটিউটের সহযোগিতায় এই প্রোগ্রামটি সাজানো হয়েছে, যার মাধ্যমে তরুণ সাংবাদিকদের হাতেকলমে ডেটা বিশ্লেষণের পদ্ধতি এবং রিপোর্টিং কৌশল শেখানো হবে।
এই ফেলোশিপের মূল লক্ষ্য হলো, তরুণ সাংবাদিকদের এমনভাবে গড়ে তোলা যাতে তারা তথ্যের গভীরে গিয়ে সত্য উন্মোচন করতে পারে এবং বস্তুনিষ্ঠ প্রতিবেদন তৈরি করে গণমাধ্যমে নতুন মানদণ্ড স্থাপন করতে পারে।
এমআরডিআই-এর ওয়েবসাইট থেকে জানা যায়, ডেটা জার্নালিজমে আগ্রহী যেকোনো তরুণ এই ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন। বিশেষ করে যারা বিশ্ববিদ্যালয় থেকে সদ্য স্নাতক পাস করেছেন, শেষ বর্ষে অধ্যয়নরত আছেন কিংবা সাংবাদিকতা পেশায় যাদের অভিজ্ঞতা তিন বছরের কম— তাদেরকেই এই ফেলোশিপের জন্য সবচেয়ে উপযুক্ত মনে করা হচ্ছে। এই প্রোগ্রামে আবেদনের শেষ তারিখ ৩০ আগস্ট, ২০২৫।
এই প্রোগ্রামে নির্বাচিত ফেলোরা টানা দুই মাস প্রশিক্ষণে অংশ নেবেন। সপ্তাহে দুই দিন করে ক্লাস থাকবে যেখানে অভিজ্ঞ ডেটা জার্নালিস্টরা তাদের হাতেকলমে সবকিছু শেখাবেন। প্রশিক্ষণের বিষয়বস্তুর মধ্যে থাকবে ডেটা সংগ্রহ, ডেটা বিশ্লেষণ, ভিজ্যুয়ালাইজেশন এবং ডেটা-ভিত্তিক প্রতিবেদন লেখার পদ্ধতি। এই ফেলোশিপ চলাকালীন অংশগ্রহণকারীদের আর্থিক সহায়তা দেওয়া হবে এবং প্রোগ্রামটি সফলভাবে সম্পন্ন করার পর একটি সার্টিফিকেট প্রদান করা হবে।
এই ফেলোশিপে অংশগ্রহণের জন্য আগ্রহীদের এমআরডিআই-এর নির্দিষ্ট গুগল ফরমের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের সঙ্গে একটি হালনাগাদ জীবনবৃত্তান্ত সংযুক্ত করা বাধ্যতামূলক। আবেদনকারীদের মধ্য থেকে প্রাথমিকভাবে বাছাই করে লিখিত পরীক্ষা ও সাক্ষাৎকারের মাধ্যমে চূড়ান্তভাবে ১২ জন ফেলো নির্বাচিত করা হবে।
নির্বাচিত ফেলোদের অবশ্যই প্রশিক্ষণের সব সেশনে উপস্থিত থাকতে হবে এবং ক্লাসওয়ার্ক ও অ্যাসাইনমেন্টে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে। ফেলোশিপের সময় প্রাপ্ত কোনো সংবেদনশীল তথ্য পেলে সেটি গোপন রাখতে হবে এবং কর্তৃপক্ষের অনুমতি ছাড়া প্রকাশ করা যাবে না। বিস্তারিত জানতে এবং আবেদন করতে এমআরডিআই-এর ওয়েবসাইটে ভিজিট করুন: https://mrdibd.org/data-journalism-fellowship-programme/