

বাংলাদেশভিত্তিক সামাজিক সংগঠন গ্রিন লিড (Green Lead) আন্তর্জাতিকভাবে উদ্বোধন করেছে তাদের বহুল প্রতীক্ষিত “গ্রিন লিডারশিপ ম্যানিফেস্টো” (Green Leadership Manifesto)। সংগঠনটির প্রতিষ্ঠাতা ও চেয়ারপার্সন মোঃ ফাহিম হোসেন সুইডিশ ইনস্টিটিউটের সহযোগিতায় স্টকহোমে আয়োজিত impact Pioneers 25 অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ঘোষণাপত্রটি উন্মোচন করেন।
ঘোষণাপত্রে এক নতুন নেতৃত্বদর্শনের কথা বলা হয়েছে যা বৈশ্বিক তিনটি সংকট (জলবায়ু পরিবর্তন, দূষণ, এবং জৈববৈচিত্র্য হ্রাস) মোকাবিলায় ব্যক্তি থেকে শুরু করে পুরো ব্যবস্থার রূপান্তরকে উৎসাহিত করে। এটি মোঃ ফাহিম হোসেন প্রণীত ‘Green Leadership in Action (GLiA 1.0)’ কাঠামোর ওপর ভিত্তি করে তৈরি, যেখানে নৈতিক, অন্তর্ভুক্তিমূলক ও দায়িত্বশীল নেতৃত্ব গঠনের জন্য একটি বাস্তবধর্মী রূপরেখা তুলে ধরা হয়েছে।
সুইডেন সফরের অংশ হিসেবে, ফাহিম বাংলাদেশের রাষ্ট্রদূত মিসেস ওয়াহিদা আহমেদ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং স্টকহোমে বাংলাদেশ দূতাবাসে ঘোষণাপত্রটি আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করেন। বৈঠকে বাংলাদেশের ও সুইডেনের মধ্যে টেকসইতা, উদ্ভাবন এবং যুব নেতৃত্ব উন্নয়নের ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের সুযোগ নিয়ে আলোচনা হয়।
উদ্বোধনের পর ঘোষণাপত্রটি ইতোমধ্যে ইউরোপের বিভিন্ন দেশে, বিশেষ করে ফিনল্যান্ড ও ফ্রান্সে শেয়ার করা হয়েছে, যা বৈশ্বিকভাবে সবুজ নেতৃত্ব পুনঃসংজ্ঞায়িত করার এক নতুন আন্দোলনের প্রতিফলন। ফিনল্যান্ডের University of Oulu এর জোবায়ের তাকি এবং ফ্রান্সের PSL রিসার্চ ইউনিভার্সিটির মিস মায়েশা ফারজানা (দুজনেই গ্রিন লিড পরিচালনা পর্ষদের সদস্য) ঘোষণাপত্রটি গ্রহণ করেন, যা উদ্যোগটির আন্তর্জাতিক পরিসর ও প্রভাবকে আরও বিস্তৃত করেছে।
মোঃ ফাহিম হোসেন বলেন, “যে নেতৃত্বের মানসিকতা জলবায়ু সংকট সৃষ্টি করেছে, সেই মানসিকতায় আমরা তা সমাধান করতে পারব না। আমাদের প্রয়োজন নেতৃত্বে এক মৌলিক পরিবর্তন- সবুজ নেতৃত্ব, যা নিজেকে রূপান্তর করার মধ্য দিয়ে সমাজ ও ব্যবস্থাকে পরিবর্তন করে। এই ঘোষণাপত্র যুব, নীতিনির্ধারক ও কর্পোরেট নেতাদের প্রতি আহ্বান জানায় – দায়িত্বশীলভাবে নেতৃত্ব দিন, সম্মিলিতভাবে কাজ করুন এবং একটি টেকসই ভবিষ্যৎ গড়ে তুলুন।”
প্রসঙ্গত, গ্রিন লিড এই ঘোষণাপত্রের মাধ্যমে তাদের মূল মিশন- ‘একটি সবুজ নেতৃত্বের প্রজন্ম গঠন’ আরও জোরদারভাবে এগিয়ে নিচ্ছে। সংগঠনটি ইতোমধ্যে এশিয়া ও অন্যান্য অঞ্চলে গ্রিন স্কিলস, কর্মসংস্থান ও উদ্যোগ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।