

আগামী বছরের ফেব্রুয়ারি থেকে আইইএলটিএস পরীক্ষা হবে শুধুমাত্র কম্পিউটার ভিত্তিক। সম্প্রতি ব্রিটিশ কাউন্সিল (বাংলাদেশ) আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দিয়েছে।
ব্রিটিশ কাউন্সিলের এ ঘোষণা অনুযায়ী ২০২৬ সালের ১ ফেব্রুয়ারি থেকে আইএলটিএস পেপারে পরীক্ষা বন্ধ হয়ে যাবে, দিতে হবে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা।
তারা আরো জানায়, যাদের পরীক্ষস ফেব্রুয়ারির পর নির্ধারিত ছিলো, তারা অতিরিক্ত ফি দেয়া ছাড়াই পেপার ভিত্তিক থেকে সিডিটি বা কম্পিউটার ডেলিভারড টেস্টে পরিবর্তন করতে পারবে।
দ্যা টেলিগ্রাফ জানিয়েছে, ২০২৩ সালের আগস্ট থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত নেয়া অনেক পরীক্ষার প্রশ্নপত্রে সমস্যা ছিল।
প্রশ্নফাঁসের ঘটনায় দুজন বাংলাদেশিকেও গ্রেফতার করা হয়। এছাড়াও ভিয়েতনাম ও চীনে এ ধরনের প্রতারণার প্রমাণও মেলে। যা থেকে রক্ষা পেতেই মূলত এ ধরনের ঘোষণা দেয় ব্রিটিশ কাউন্সিল(বাংলাদেশ)।