/
/
/
বায়ুদূষণে বিশ্বে শীর্ষে অবস্থান ঢাকার
বায়ুদূষণে বিশ্বে শীর্ষে অবস্থান ঢাকার
Byশরিফুর রহমান
Published৪ ডিসেম্বর, ২০২৫
১:১৮ অপরাহ্ণ
WhatsApp Image 2025-09-04 at 11.09.11 AM
শরিফুর রহমান
শরিফুর রহমান, গ্রাফিক আর্টস ইনস্টিটিউট থেকে গ্রাফিক ডিজাইনে ডিপ্লোমা সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি লাল সবুজ প্রকাশে গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কাজ করছেন। সৃজনশীল নকশার মাধ্যমে সামাজিক উদ্যোগকে আরও আকর্ষণীয় করে তোলাই তার মূল লক্ষ্য। সামনে সাংবাদিকতা বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার স্বপ্ন দেখেন তিনি।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

air pollution

রাজধানী ঢাকার বায়ুদূষণের মাত্রা আবারও আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছেছে। আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় আন্তর্জাতিক এয়ার কোয়ালিটি ইনডেক্সের (AQI) তথ্য অনুযায়ী, বিশ্বের ১২৭টি দেশের প্রধান শহরগুলোর মধ্যে দূষণে প্রথম স্থানে রয়েছে ঢাকা। এদিন একিউআই স্কোর ছিল ৩০৪, যা সরাসরি ‘বিপজ্জনক’ বা হ্যাজার্ডাস শ্রেণিতে পড়ে।

বিশেষজ্ঞদের মতে, শীতের শুরুতে তাপমাত্রা কমে যাওয়া এবং বাতাসে আর্দ্রতা বেড়ে যাওয়ার ফলে দূষিত অতি সূক্ষ্ম কণাগুলো বায়ুমণ্ডলের নিচের স্তরে আটকে থাকে। এতে করে রাজধানীর বাতাস সাধারণ সময়ের তুলনায় আরও বেশি দূষিত হয়ে ওঠে। এই পরিস্থিতি বিশেষভাবে ঝুঁকিপূর্ণ শিশু, প্রবীণ এবং শ্বাসকষ্টসহ বিভিন্ন জটিলতায় ভুক্তভোগী মানুষের জন্য।

ঢাকার পরেই দূষণের তালিকায় রয়েছে ভারতের রাজধানী দিল্লি, যার স্কোর ছিল ২৮৫, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। একই দেশের শহর কলকাতা স্কোর ২৩৬ পেয়ে তৃতীয় স্থানে। চতুর্থ স্থানে থাকা লাহোরের স্কোর ১৯৭, আর পঞ্চম অবস্থানে থাকা সংযুক্ত আরব আমিরাতের একটি শহরের স্কোর ১৮৭।

সরকারি ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ, এমন পরিস্থিতিতে বাইরে অপ্রয়োজনীয় সময় না থাকা, মাস্ক ব্যবহার করা এবং সংবেদনশীল গোষ্ঠীর জন্য বাড়তি সতর্কতা মানা জরুরি।