

প্রতিবছরই বহু শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অকৃতকার্য হয়। বেশিরভাগ শিক্ষার্থীরাই ঝরে পড়েন শিক্ষার ছোঁয়া থেকে৷ এবারে এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য বা ফেইল হয়েছেন প্রায় পাঁচ লাখ শিক্ষার্থী। শুধু তাই নয় অন্তত ২০২টি শিক্ষাপ্রতিষ্ঠানের কেউই পাস করেনি। এই শিক্ষার্থীদের আত্মবিশ্বাস জোগাতে ও দক্ষতা বাড়াতে বিশেষ উদ্যোগ নিয়েছে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট। এ প্রতিষ্ঠানটি বলছে, অকৃতকার্য হওয়া ২০ হাজার শিক্ষার্থীকে তারা বিনা মূল্যে তথ্যপ্রযুক্তিবিষয়ক প্রশিক্ষণ দিবে। এ ২০ হাজার শিক্ষার্থীকে গঠনমূলক কার্যক্রমের মাধ্যমে প্রশিক্ষণ দেয়া হবে। যার নাম দেয়া হয়েছে, ‘স্কিলসে কোনো ফেইল নাই’।
অনলাইনে বা অফলাইনে সরাসরি তথ্যপ্রযুক্তি–সংক্রান্ত নানা কোর্স করতে পারবে শিক্ষার্থীরা। দুই সপ্তাহ চলবে এ কোর্স যেখানে ভালো ফলাফল করলেই মিলবে স্কলারশিপের সুযোগ।
দুই সপ্তাহের এই কোর্সে ভালো ফল করলে মিলতে পারে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের ডিপ্লোমা প্রোগ্রামে বৃত্তির সুযোগ। সর্বমোট ২০ লাখ টাকার বৃত্তির ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। গ্রাফিক ডিজাইন উইথ এআই, ফেসবুক মার্কেটিং, নো কোড ওয়েবসাইট বিল্ডিং, ভিডিও এডিটিং উইথ এআই এবং সাইবার সিকিউরিটি অ্যান্ড নেটওয়ার্কিং—এই পাঁচটি কোর্স থেকে যেকোনো একটি বেছে নিতে পারবে।
এ উদ্যোগে দেশের তরুণ সমাজে ইতিবাচক ভূমিকা রাখবে এবং দক্ষতাসম্পন্ন যুব সমাজ তৈরিতে ভূমিকা রাখবে বলে মনে করে প্রতিষ্ঠানটা।
এ নিয়ে বিস্তারিত জানতে ক্লিক কর এখানে।