/
/
স্নাতক পর্যায়ে শিক্ষার্থীদের বৃত্তি দেবে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট, আবেদন শুরু আজ
স্নাতক পর্যায়ে শিক্ষার্থীদের বৃত্তি দেবে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট, আবেদন শুরু আজ
Byলাল সবুজ প্রকাশ
Published৭ ডিসেম্বর, ২০২৫
১১:৪৩ পূর্বাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

scholarship

স্নাতক (পাস ও অনার্স) বা সমমান শ্রেণিতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তিকৃত বা অধ্যয়নরত প্রথমবর্ষের অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিতকরণে বৃত্তি দেবে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট। এ জন্য সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও সমমান শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে।

ট্রাস্টের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৭ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত https://www.eservice.pmeat.gov.bd/admission লিংকে অনলাইনে আবেদন করা যাবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভর্তি সহায়তা পেতে শিক্ষার্থীদের ট্রাস্টের ওয়েবসাইটে দেওয়া নির্ধারিত প্রত্যয়ন ফরম ডাউনলোড করে শিক্ষা প্রতিষ্ঠান বা বিভাগীয় প্রধানের সুপারিশসহ আপলোড করতে হবে। অনলাইন আবেদনকালে প্রতিষ্ঠানের নাম না পেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকে ট্রাস্টে আবেদন করে প্রতিষ্ঠানটি ‘ই-ভর্তি সহায়তা ব্যবস্থাপনা পদ্ধতি’-তে অন্তর্ভুক্ত করতে হবে।

সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত দপ্তর ও সাংবিধানিক প্রতিষ্ঠানের ১৩ থেকে ২০তম গ্রেডে কর্মরত কর্মচারীর সন্তানদের পিতা-মাতা বা অভিভাবকের বেতন-গ্রেড সংক্রান্ত প্রত্যয়নপত্র আপলোড করতে হবে। অন্যান্য শিক্ষার্থীর ক্ষেত্রে আয় ২ লাখ টাকার কম মর্মে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রত্যয়ন লাগবে।

প্রতিবন্ধী শিক্ষার্থী বা অভিভাবক, এতিম, ভূমিহীন, নদীভাঙনপীড়িত, অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও দুস্থ পরিবারের শিক্ষার্থীরা অগ্রাধিকার পাবেন—এর প্রমাণপত্র বাধ্যতামূলকভাবে জমা দিতে হবে। এছাড়া সর্বশেষ উত্তীর্ণ পরীক্ষার সত্যায়িত নম্বরপত্র আপলোড করতে হবে।

আবেদনের সময় শিক্ষার্থী বা পিতা-মাতার নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট বা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের অ্যাকাউন্ট নম্বর দিতে হবে। অ্যাকাউন্টের কাগজপত্র যেমন চেকের ভিতরের পাতা, ব্যাংক স্টেটমেন্ট বা এমএফএস অ্যাকাউন্টের KYC তথ্য আপলোড করতে হবে। অন্য কারও অ্যাকাউন্ট গ্রহণযোগ্য নয়; পিতা-মাতা না থাকলে আইনগত অভিভাবকের অ্যাকাউন্ট বিবেচিত হবে। এছাড়াও সম্পূর্ণ প্রক্রিয়া অনলাইনভিত্তিক হওয়ায় কোনো হার্ড কপি জমা দিতে হবে না।