

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, প্রাথমিক শিক্ষাই উচ্চ শিক্ষার ভিত্তি। প্রাথমিক শিক্ষার মান যদি কোনো দেশে উন্নত না হয়, উচ্চশিক্ষাও সেদেশে উন্নত হবে না।
শনিবার ভোলা জেলা প্রশাসন মিলনায়তনে চাহিদাভিত্তিক সরকারি প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন প্রকল্প (১ম পর্যায়) আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে উপদেষ্টা একথা বলেন।
উপদেষ্টা বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন না করে যদি আমরা উন্নয়ন করতে চাই, তবে তা কোনো কাজে আসবে না। উপদেষ্টা প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান। উপদেষ্টা এরপর প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে ভোলা জেলার বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ আতিকুর রহমান এবং পরিচালক মিরাজুল ইসলাম উকিল বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।