/
/
তিমুর লেসথকে ৫গোলে উড়িয়ে দিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দলের যুবারা
তিমুর লেসথকে ৫গোলে উড়িয়ে দিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দলের যুবারা
Byশরিফুর রহমান
Published২২ নভেম্বর, ২০২৫
৩:১৩ অপরাহ্ণ
WhatsApp Image 2025-09-04 at 11.09.11 AM
শরিফুর রহমান
শরিফুর রহমান, গ্রাফিক আর্টস ইনস্টিটিউট থেকে গ্রাফিক ডিজাইনে ডিপ্লোমা সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি লাল সবুজ প্রকাশে গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কাজ করছেন। সৃজনশীল নকশার মাধ্যমে সামাজিক উদ্যোগকে আরও আকর্ষণীয় করে তোলাই তার মূল লক্ষ্য। সামনে সাংবাদিকতা বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার স্বপ্ন দেখেন তিনি।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

bd5-0

এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ ২০২৬ বাছাইয়ে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ ফুটবল দল। শনিবার চীনের চংকিংয়ে গ্রুপ – এ এর প্রথম ম্যাচে তিমুর লেসথকে(পূর্ব তিমুর) ৫-০ ব্যবধানে হারিয়ে উড়ন্ত সূচনা করলো লাল সবুজের যুবারা।

দেশের পক্ষে ম্যাচের ১১তম মিনিটেই আসে প্রথম গোল। মানিকের চমৎকার ক্রস থেকে রিফাত হেডে গোল করে দলকে লিড এনে দেন।
২৮তম মিনিটে অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের ফ্রি-কিক থেকে পাওয়া বল দুর্দান্ত বাঁ-পায়ের শটে জালে পাঠান মানিক।
প্রথমার্ধের দুই মিনিট আগে মানিক তার দ্বিতীয় গোল করে ব্যবধান আরও বাড়ান।

বিরতির পর বদলি হিসেবে নেমে বায়জিত বোস্তামী ৪৯তম মিনিটেই গোল করে স্কোরলাইন ৪-০ করেন। ম্যাচের ৮৮তম মিনিটে আকাশ আহমেদের দুর্দান্ত দূরপাল্লার শটে নিশ্চিত হয় বাংলাদেশের ৫-০ গোলের বড় জয়।

ম্যাচ শেষে সন্তুষ্টি প্রকাশ করে প্রধান কোচ গোলাম রাব্বানি ছোটন বলেন,
“খেলোয়াড়দের ধন্যবাদ পরিকল্পনা অনুযায়ী খেলায়। শুরু থেকেই হাই-প্রেসিং করেছে, ম্যাচ নিয়ন্ত্রণ করেছে—তাই জয় এসেছে। বাছাইপর্বে এটি আমাদের জন্য দারুণ শুরু।”

আজ থেকেই চালু হয়েছে সৌদি আরবে অনুষ্ঠিতব্য এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ ২০২৬ এর পথচলা। বাছাইপর্বে মোট ৩৮টি দল অংশ নিচ্ছে। সাতটি গ্রুপের চ্যাম্পিয়নরা সরাসরি মাঠে উঠবে, সঙ্গে থাকবে ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ কাতার ২০২৫–এ খেলা এএফসি’র নয়টি প্রতিনিধি দল।

বাছাইপর্বে বাংলাদেশ রয়েছে গ্রুপ–এ, যেখানে তাদের প্রতিপক্ষ বাহরাইন, ব্রুনেই, শ্রীলঙ্কা,  তিমুর লেসথ এবং স্বাগতিক চীন। বাংলাদেশের পরবর্তী ম্যাচ সোমবার ব্রুনেইয়ের বিপক্ষে।